শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হেঁটেছেন হাল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হেঁটেছেন হাল্যান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমের সাত রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে এ পর্যন্ত। ম্যানচেস্টার সিটির আর্লিং হাল্যান্ড ১০ গোল নিয়ে আছেন গোলদাতাদের তালিকার চূড়ায়। আরও একটি পরিসংখ্যানে তার অবস্থান সবার ওপরে। গোলরক্ষকদের বাদ দিলে মাঠে তার চেয়ে বেশি হাঁটেননি লিগের আর কোনো ফুটবলার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও ক্রীড়া উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপ্টা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, সাত ম্যাচে দৌড়ানো ছাড়াই মোট ২৮.২ কিলোমিটার হেঁটেছেন হাল্যান্ড। আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ। একইসঙ্গে তিনি লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির দ্রম্নততম ফুটবলার। নরওয়েজিয়ান স্ট্রাইকার ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.৭ কিলোমিটার বেগে দৌড়েছেন

এবারের আসরে।

চলমান মৌসুমের দ্রম্নততম খেলোয়াড়দের তালিকায় হাল্যান্ডের অবস্থান চার নম্বরে। তার ওপরে আছেন আরও তিনজন। টটেনহ্যাম হটস্পারের মিকি ফন ডি ফেন দৌড়েছেন সবচেয়ে জোরে। ডাচ ডিফেন্ডারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৭.১ কিলোমিটার। দুইয়ে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কার্লোস ফোর্বস ঘণ্টায় সর্বোচ্চ ৩৬.৯ কিলোমিটার বেগে দৌড়েছেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.৯ কিলোমিটার বেগে দৌড়ে তিন নম্বরে অবস্থান করছেন নটিংহ্যাম ফরেস্টের অ্যান্থনি এলাঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে