শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অনুশীলন -বাফুফে

নারী সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে বৃহস্পতিবার থেকে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫-২ গোলে হেরেছে পাকিস্তান। আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের এটি শেষ ম্যাচ। তাই তাদের এই 'ডু অর ডাই' ম্যাচে নিশ্চিতই বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলতে যাচ্ছে পাকিস্তান। তবে তাদের বিপক্ষে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু ও ফরোয়ার্ড ঋতুপর্ণা।

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, 'আমাদের প্রথম ম্যাচ ২০ অক্টোবর। যেখানে আমাদের প্রতিপক্ষ পাকিস্তান। আমরা তাদের ম্যাচ দেখেছি। পাকিস্তানের ভিডিও ক্লিপ নিয়ে আমরা কাজ করছি। তাদের সবলতা ও দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করছি। আজ (শুক্রবার) আমাদের একটা ভিডিও সেশন আছে। সেখানে আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের ফুটবলাররা সুস্থ আছে। দু-একজনের একটু ঠান্ডার সমস্যা হয়েছে। তবে এটা বড় কোনো সমস্যা নয়। আমি আশা করি পাকিস্তানের সঙ্গে আমাদের মেয়েরা ভালো করবে। দেশবাসীর কাছে দোয়া চাই আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমরা প্রথম ম্যাচ জিতলেই হয়তো বা সেমিফাইনালে যাব। ম্যাচ বাই ম্যাচ জিতেই মাঠ ছাড়ব।'

২৩ জনের স্কোয়াডে ফরোয়ার্ড ৮ জন। সাবিনা খাতুন, তহুরা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, মাতসুশিমা সুমাইয়া ও সানজিদা আক্তার- এই আটজনের মধ্যে চলছে সেরা একাদশের আক্রমণভাগে জায়গা পাওয়ার তুমুল লড়াই। নিজেদের মধ্যে চলা এই লড়াই বেশ উপভোগ করছেন ঋতুপর্ণা। এই ফরোয়ার্ড বলেছেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আক্রমণভাগের সবাই। যার সামনেই সুযোগ আসবে, সেই নিংড়ে দেবে শতভাগেরও বেশি। গতবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা। গত আসরের সর্বোচ্চ গোলদাতা (৮টি) সাবিনা এবারও বাংলাদেশ দলের আক্রমণভাগের প্রাণভোমরা। তহুরা খাতুন, ঋতুপর্ণা, সানজিদারাও অভিজ্ঞ এবং পরীক্ষিত। ভুটানের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করে আক্রমণভাগে জায়গা পাওয়ার জোরালো দাবি তুলে রেখেছেন প্রথমবারের মতো সাফে খেলতে আসা সাগরিকাও। আক্রমণভাগে জায়গা পাওয়া এই লড়াই বেশ উপভোগ্য ঋতুপর্ণার কাছে। গতবার চার গোল করা স্বপ্না দলে না থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন ২০ বছর বয়সি এই ফরোয়ার্ড, 'আমাদের যে ২৩ জনের স্কোয়াড, এখানে সবার (মান) ১৯-২০। যে যখনই মাঠে নামুক, সবাই চেষ্টা করবে ১২০ শতাংশ দেওয়ার। আমরা যে শিরোপাধারী, সেটার ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব। আগেও বলেছি, আমাদের সবার মানে খুব বেশি পার্থক্য নেই। যে যে পজিশনেই খেলুক, সবাই সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবে। আমরা তো ওই পজিশন ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করছি।'

ভারত ও পাকিস্তানের উদ্বোধনী ম?্যাচ সতীর্থদের সঙ্গে মাঠে বসে দেখেছেন ঋতুপর্ণাও। সেই দেখা থেকে তারও মনে হচ্ছে, মাঝের সময়ে উন্নতি করেছে পাকিস্তান। তবে, তাদের হারিয়ে গ্রম্নপ পর্বের যাত্রা শুরু করতে দারুণ আত্মবিশ্বাসী ঋতুপর্ণা। প্রতিপক্ষের আক্রমণভাগের গতিময় ফরোয়ার্ডদের নিয়ে ঘাবড়ানোর কিছু দেখছেন না তিনি, 'গত সাফের থেকে এবারের যে সাফে যে সাতটা দল এসেছে, তারা শক্তিশালী। সব ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। গতকাল (বৃহস্পতিবার) আমরা পুরোটা সময় ভারত-পাকিস্তানের ম্যাচ দেখলাম, সামনে পাকিস্তানের বিপক্ষে খেলব, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কেননা, আমি মনে করি, গত সাফের চেয়ে পাকিস্তান অনেকটা উন্নতি করেছে। আমরাও প্রস্তুত। আমরাও তাদের থেকে কম নই। আমাদের যে খেলা, সেটার ধারাবাহিকতা ধরে রাখার এবং দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব।'

পাকিস্তানের বিপক্ষে ভারত জেতায় একটা সমীকরণ সহজ হয়ে গেছে বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে জিতলে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে সাবিনা-মনিকাদের। বড় ব্যবধানে জিতলে ভারতের বিপক্ষে ড্র করলেও গ্রম্নপ সেরা হওয়ার সুযোগ থাকবে। গতবার পাকিস্তানকে ছয় গোল দিয়েছিল বাংলাদেশ। এবার তেমন কিছুর পুনরাবৃত্তি হবে কিনা, তা নিয়ে দোটানায় ঋতুপর্ণা। ম্যাচের পরিস্থিতির ওপর এই ফরোয়ার্ড ছেড়ে দিলেন সবকিছু, 'ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে আমাদের যে সহজাত খেলা, সেটার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে