শাস্তির প্রতিবাদে টিকিট বিক্রি বন্ধ অ্যাটলেটিকোর

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দর্শকদের বর্ণবাদী ও উগ্র আচরণের দায়ে পাওয়া শাস্তি ভালোভাবে নেয়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। উয়েফা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরইএফএফ) দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে অভিনব পদক্ষেপ নিয়েছে ক্লাবটি। পরবর্তী পাঁচটি অ্যাওয়ে ম্যাচে ক্লাবের মৌসুম টিকেটধারী দর্শকদের কাছে কোনো টিকিট বিক্রি করবে না অ্যাটলেটিকো। অর্থাৎ প্রতিপক্ষের মাঠে নিজ দলের দর্শকদের যেতে নিরুৎসাহী করবে তারা। যা বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে ওই ম্যাচগুলোর স্বাগতিক দলের জন্য। আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা ও আরইএফএফের শাস্তির প্রতিবাদে এই সিদ্ধপ্রন্তর কথা জানিয়েছে স্পেনের ক্লাবটি। অ্যাটলেটিকো ও এর বেশিরভাগ ভক্ত যারা অনুকরণীয় আচরণ করেছে, (উয়েফা ও আরইএফএফের শাস্তিতে) তাদের যে সম্মানহানি হয়েছে, তা কাটিয়ে ওঠা খুব কঠিন। পরিস্থিতির গুরুত্ব ও ক্লাবের ভাবমূর্তি বজায় রাখার তাগিদ থেকে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসময়ে ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।' গত মাসের শেষ দিকে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে ও বেনফিকার মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দর্শকদের অসদাচরণের কারণে ভিন্ন ভিন্ন শাস্তি পেয়েছে অ্যাটলেটিকো। বেনফিকার মাঠে বর্ণবাদী আচরণের অপরাধে তাদের ৩০ হাজার ইউরো জরিমানা ও একটি ম্যাচে প্রতিপক্ষের দর্শকদের কাছে টিকিট বিক্রির স্থগিত নিষেধাজ্ঞা দেয় উয়েফা। এর আগে রিয়াল ম্যাচে মাঠের মধ্যে কিছু জিনিস ছুড়ে মারার অপরাধে পরবর্তী তিনটি লিগ ম্যাচে মাঠে আংশিক গ্যালারি বন্ধ রেখে খেলার শাস্তি দেয় আরইএফএফ।