এক মিনিট সুযোগ পেলেও সেরাটা দিতে চান কৃষ্ণা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
.

নারী সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে বৃহস্পতিবার থেকে। উদ্বোধনী দিনেই বাংলাদেশের গ্রম্নপের অন্য দুই দল ভারত-পাকিস্তান নেমেছিল মাঠে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। এরই মধ্যে নেপালে পৌঁছেছেন সাবিনা-কৃষ্ণারা। বুধবার সকালে আনফা স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন। অনুশীলন শেষে কথা বলেছেন ইনজুরি থেকে ফিরে আসা দলের অন্যতম ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার। তিনি জানিয়েছেন যখনই সুযোগ পাবেন নিজের সর্বোচ্চটা মাঠে দিতে চেষ্টা করবেন। আনফা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় দলের ম্যানেজার মাহমুদা আক্তার বলেন, 'আমরা আজকে আনফা স্টেডিয়ামে অনুশীলন করেছি। এরপর দলের সব ফুটবলাররা আইস বাথ করেছে। আলহামদুলিলস্নাহ দলের সব ফুটবলার সুস্থ আছে, কোনো ইনজুরি নাই। এখন হোটেলে যাব। বিশ্রাম নিয়ে বিকালে ভারত-পাকিস্তান ম্যাচ আছে। সেই ম্যাচটা দেখব।' ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে। আছেন সাফের দলেও। বৃহস্পতিবার অনুশীলন শেষে কৃষ্ণা বলেন, 'সবার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ কারণ তিনি চেয়েছিলেন বলেই আবার জাতীয় দলে ফিরতে পেরেছি। যারা আমার খারাপ সময়ে পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। অনেক স্ট্রাগল করেছি দুইটা বছর। সবাই আমাকে সাপোর্ট করেছে টিম মেম্বার, স্যার-মেডামরা আশপাশে যারাই ছিলেন। আমার মনে হয় তাদের দোয়া এবং আশীর্বাদেই জাতীয় দলে ফিরেছি।' 'যেহেতু অনেকদিন পর। তাদের সঙ্গে তাল মিলাতে একটু কষ্ট হয়েছে। যেহেতু দীর্ঘ সময় ইনজুরিতে ছিলাম। আমি আমার নিজেকে মানিয়ে নিয়েছি। ইনজুরির অবস্থা এখন ভালো। কারণ আমার পায়ে কোনো ব্যথা নেই। আমি আগের মতো খেলতে পারছি। দৌড়াতে পারছি। এক মিনিট সুযোগ পেলেও অবশ্যই কাজে লাগাতে চাই।' যোগ করেন কৃষ্ণা। এক সময় দলের অন্যতম ভরসার নাম ছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু সাফের দলে কেন এক মিনিট সুযোগের বিষয়টা মাথায় আসল। এমন প্রশ্নের উত্তরে কৃষ্ণা বলেন, 'একজন খেলোয়াড় দীর্ঘ সময় ইনজুরিতে থাকে তখন তার নিজের আত্মবিশ্বাসটাও অনেক কম থাকে। একজন নিয়মিত ফুটবলার সে হয়তো আগে খেলবে। আমার মনে হয় আমি একটু পরে খেলব। সেভাবেই মানসিক প্রস্তুতি নিয়েছি আমি। যখনই খেলব। সেটা শুধু এক মিনিটের জন্য না, এটা আমার কথার কথা যে আমি যদি এক মিনিটের জন্যও মাঠে নামতে পারি, আমি আমার শতভাগটাই মাঠে দিব। আমি যখনই সুযোগ পাব নিজের সেরাটা দিয়েই খেলব।' এবারের সাফে বাংলাদেশ খেলছে গ্রম্নপ 'এ'তে। এই গ্রম্নপে তিন দল থাকাতে প্রতিটি দলকে খেলতে হবে মাত্র দু'টি করে ম্যাচ। গ্রম্নপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে সেমিফাইনালে। পাকিস্তানের পর আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রম্নপ ম্যাচ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।