প্রতিপক্ষ বাংলাদেশের চাইতে দক্ষিণ আফ্রিকার মূল দুশ্চিন্তা মিরপুরের উইকেট নিয়ে। প্রথম অনুশীলনেই প্রোটিয়াদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে মিরপুরের উইকেট। মাঠে ঢুকেই ক্রিকেটাররা প্রথমে চলে গেলেন একেবারে বাইশ গজের দিকে। হয়তো মিরপুরের উইকেটের রহস্য খোঁজার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন শুরু করে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও এদিন অনুশীলনে দেখা গেছে টেম্বা বাভুমাকে। পিচের আচরণ কেমন হতে পারে, সেই বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করেছেন তিনি। মার্করামরা নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। প্রোটিয়াদের অনুশীলনের সময় মিরপুরে দেখা গেছে বাড়তি নিরাপত্তা। স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্টেডিয়ামে সকাল থেকেই ভিড় ছিল নিরাপত্তা বাহিনীর। যেহেতু দুপুরে ছিল দক্ষিণ আফ্রিকার অনুশীলন। তাই ওই অনুশীলনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এর বাইরে সাকিব আল হাসান ইসু্য তো রয়েছেই। সাকিবের দেশে ফেরা নিয়ে ছাত্র-জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ব্যানারে কোনোভাবেই সাকিবকে মিরপুরের মাটিতে পা রাখতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন অনেকে। গত কিছুদিন ধরে তারা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে আন্দোলন করছেন। সবকিছু নিয়ে পরিস্থিতি কিছুটা ঘোলাটে। দেশের বিমানে উঠে সাকিব এই মুহূর্তে দুবাই অবস্থান করছেন। সরকার থেকে সবুজ সংকেত পেলেই তিনি দেশে ফিরবেন।