৪২ বছরের প্রথা ভেঙে অ্যাশেজের সূচি ঘোষণা
প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
৪২ বছরের প্রথা ভেঙে এক বছর আগেই অ্যাশেজের সূচি ঘোষণা করল অস্ট্রেলিয়া। ২০২৫ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে হবে পরবর্তী অ্যাশেজ। পাঁচটি টেস্টের কোনটি কোথায় এবং কবে হবে, সবই জানিয়ে দেওয়া হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, পরবর্তী অ্যাশেজের প্রথম টেস্ট হবে পার্থের অপটাস স্টেডিয়ামে ২১ থেকে ২৫ নভেম্বর। দ্বিতীয়টি হবে দিন-রাতের টেস্ট। এতদিন দিন-রাতের টেস্ট বা গোলাপি বলের টেস্ট আয়োজন করত অ্যাডিলেড। আগামী অ্যাশেজে এটি আয়োজন করবে ব্রিসবেন। সেই টেস্টটি হবে ৪ থেকে ৮ ডিসেম্বর। অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট, ১৭-২১ ডিসেম্বর। বক্সিং ডে টেস্ট বরাবরের মতো হবে মেলবোর্নেই, ২৬-৩০ ডিসেম্বর। পঞ্চম তথা শেষ টেস্ট আয়োজন করবে সিডনি। তা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৪-৮ জানুয়ারি। গত ৪২ বছর ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরু হতো ব্রিসবেনে। এবারই তা পার্থে শুরু হচ্ছে। পাশাপাশি দিন-রাতের টেস্ট থাকলে তা আয়োজন করত অ্যাডিলেড। এবার করছে ব্রিসবেন। বড় দিনের আগেই তা আয়োজন করা হবে। দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। সেই অনুযায়ী, বড় দিনের ঠিক আগে অ্যাডিলেডে পর্যটকদের সমাগম অনেক বেশি হয়। সেই পর্যটকদের যাতে টেস্ট দেখতেও আনা যায়, তাই বড় দিনের ঠিক আগে অ্যাডিলেড টেস্ট রাখা হয়েছে। সে কারণেই তারা এবার দিন-রাতের টেস্ট আয়োজন করছে না। এদিকে ২০৩২ অলিম্পিক্সের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া কাজ শুরু করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে গাব্বায় খেলা টেস্টই শেষ টেস্ট। এরপর স্টেডিয়ামটি ভেঙে ফেলে নতুন করে গড়ে তোলা হবে।