শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
পেরুর বিপক্ষে জোড়া গোল করায় রাফিনহাকে অভিনন্দন জানাচ্ছেন ব্রাজিলের সতীর্থরা -ওয়েবসাইট

বিশ্বকাপ বাছাই জুড়েই আলোচনায় ব্রাজিলের নিষ্প্রভ পারফরম্যান্স। সমালোচিত হচ্ছিলেন কোচ দরিভাল জুনিয়রও। বিশেষ করে আক্রমণভাগে তার সেটআপ নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার অবশ্য সেসবের জবাব পেয়ে গেছেন তিনি। বিশ্বকাপ বছাইয়ে পেরুর বিপক্ষে সহজ জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বে অবশেষে সেরা ছন্দ দেখাল ব্রাজিল।

চিলির পর জিতল পেরুর বিপক্ষে। এবারের জয়টি এলো দাপটের সঙ্গে। রাফিনহার জোড়া গোলে পেরুর বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে সেলেসাওরা। বুধবার বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠে পেরুকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে পেনাল্টি থেকে দুই গোল করেন রাফিনহা। পরে আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিক করেন আরও দুই গোল। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান পোক্ত করল দরিভাল জুনিয়রের দল। গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে তিনে আছে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে কলম্বিয়া। লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা আছে শীর্ষেই। বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ২২।

ভিনিসিয়াস জুনিয়র চোটে পড়ে না থাকার অভাব এদিনও টের পায়নি ব্রাজিল। শুরুর কয়েক মিনিট অবশ্য নিজেদের ফিরে পেতে সময় লাগে তাদের। আক্রমণ করে গেলেও গোল আসছিল না। প্রত্যাশিত সাফল্য পেতে অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। ৩৫ মিনিটে ইগোর জেসুসকে ঠেকাতে গিয়ে বক্সের ভেতর বল হাতে লাগান পেরুর ডিফেন্ডার। ভিএআর পরীক্ষার পর পেনাল্টি বাঁশি বাজান রেফারি। ৩৮ মিনিটে সেই পেনাল্টি থেকেই দলের প্রথম গোল এনে দেন রাপ্রণহা। বিরতির পর বক্সের ভেতর ফাউল করে ব্রাজিলকে আরেকটি পেনাল্টি উপহার দেয় পেরু। এবারও রাফিনহা কোনো ভুল না করে ব্যবধান করেন দ্বিগুণ। দুই গোলে এগিয়ে আরও গা ঝাড়া দিয়ে উঠে স্বাগতিক দল।

আন্দ্রেস পেরেইরা ও এন্দ্রিককে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ান দরিভাল। ফলও মিলে যায়। ৭১ মিনিটে বক্সের ভেতর দারুণ ভলিতে দলের তৃতীয় গোল এনে দেন পেরেইরা। তিন মিনিট পর বক্সের ঠিক বাইরে থেকে বা পায়ের দারুণ শটে গোল করেন বদলি নামা আরেক তরুণ লুইস হেনরিক। আর এই জয়ের পর নিশ্চিতভাবেই স্বস্তিতে থাকবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে তাদের অবস্থান এখন চার। পাঁচে থাকা ইকোয়েডর থেকে ৩ পয়েন্টে এগিয়ে নিরাপদ অবস্থানেও আছে সাম্প্রতিক সময়ে বাজে ছন্দ

পার করা ফুটবল পরাশক্তি।

পেরুর বিপক্ষে জোড়া গোলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাফিনহা বলেন, 'আমার মনে হয় এই জয়টা প্রয়োজন ছিল। টানা দুই ম্যাচ জয় খুব দরকার ছিল। দুই ম্যাচেই আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। নিখুঁত হওয়ার ক্ষেত্রে যদিও দূরেই আছি। তবে আমার মনে হয় আমরা সঠিক পথে আছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে