শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

আর্জেন্টিনার গোল উৎসবে মেসির হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দারুণ উচ্ছ্বসিত লিওনেল মেসি -ওয়েবসাইট

চোট থেকে ফেরার পর এটি ছিল আর্জেন্টাইন অধিনায়ক নিওনেল মেসির দ্বিতীয় ম্যাচ। বুড়িয়ে গেলেও তিনি যে এখনো অপরিহার্য সেটার প্রমাণ দিয়েছেন তিনটি যান্ত্রব ফিনিশিং আর দুই অ্যাসিস্টে। স্বভাবসুলভ সৃষ্টিশীলতাই ফুটে উঠে এই ম্যাচে। যদিও কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে আগের দুই ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তার দলও ওই দুই ম্যাচে হার ও ড্র করে ধাক্কা খায়। তবে এবার অপেক্ষাকৃত দুর্বল দল বলিভিয়ার বিপক্ষে সেরা ছন্দে ফিরলেন তিনি। করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। অধিনায়ককে সঙ্গ দিয়ে গোল পেলেন জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজরা। প্রতিপক্ষের জালে গোলউৎসব করে জিতল আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হয় আর্জেন্টিনা-বলিভিয়া। তাতে ৬-০ গোলে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের হয়ে ৩ গোল করেন মেসি। লাউতারো, আলভারেজ ছাড়াও গোল করেন থিয়াগো আলামাদা। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্জেন্টিনা। কলম্বিয়ার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে তারা।

প্রথম কয়েক মিনিট নিজেদের গুছিয়ে নিতে সময় নেন আর্জেন্টিনা। ১৯ মিনিটেই আসে প্রথম গোল। প্রতিপক্ষের ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে মেসিকে জোগান দেন সতীর্থ। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে নিখুঁত পেস্নসিংয়ে জালে জড়িয়ে আনন্দে ভাসেন বিশ্ব ফুটবলের মহাতারকা। প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল পেয়ে যায় তারা। ৪৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে মেসির পাস থেকে বল নিয়ে সহজেই জালে জড়ান লাউতারো। বিরতির আগে যোগ করা সময়ে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে তৃতীয় গোল করেন আলভারেজ।

বিরতির পরও প্রতিপক্ষকে নিস্তার দেয়নি চ্যাম্পিয়নরা। ৬৯ মিনিটে নাহুয়েল মলিনার ক্রস থেকে গোল করেন আলমাদা। মেসি হ্যাটট্রিক করেন ৮০ মিনিটের পর। মাঝ মাঠ থেকে বল নিয়ে ছুটে বক্সের ঢুকে ৮৪ মিনিটে করেন দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল। দুই মিনিট পরই ফের তার ঝলক। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বা পায়ের জোরালো শটে হ্যাটট্রিক করে ঘরের মাঠের দর্শকদের আনন্দে মাতোয়ারা করে তোলেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ১১২টি। আর ১৩৩টি গোল নিয়ে চূড়ায় তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে