নারী টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের গ্রম্নপ পর্ব থেকে। তবে পাকিস্তানের বিদায় ছাপিয়ে আলোচনায় দলটির অধিনায়ক ফাতিমা সানা। বাবার মৃতু্য শোক কাটিয়ে ওঠার আগেই মাঠে ফিরলেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত সোমবার রাতে বিশ্বকাপে মুখোমুখি হয় পাকিস্তান। দলের নেতৃত্ব দেন অধিনায়ক ফাতিমা। অথচ ম্যাচে তার থাকার কথা ছিল না। বিশ্বকাপের মাঝপথে বাবার মৃতু্যতে দেশে ফিরে যান। গত ১০ অক্টোবর বাবাকে হারান ২২ বছর বয়সি ফাতিমা। সেদিনই পাকিস্তানে ফিরে যান তিনি। ফলে মিস করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রম্নপ পর্বে তৃতীয় ম্যাচে।
ধারণা করা হচ্ছিল, ফাতিমাকে আপাতত পাবে না পাকিস্তান। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে বাবার মৃতু্যর মাত্র চার দিনের মাথায় দলে ফেরেন তিনি। খেলা শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন অবশ্য নিজেকে ধরে রাখতে পারেননি ফাতিমা। আটকাতে পারেননি আবেগও। কান্নায় ভাসিয়ে দেন নিজেকে। যা ছুঁয়ে গেছে সবার হৃদয়। পাকিস্তান ম্যাচ হারলেও শোককে শক্তিতে রূপান্তর করে ফাতিমার ফিরে আসার প্রশংসা করেছেন অনেকে। তার দায়িত্ববোধ ছাপিয়ে গেছে পাকিস্তানের বিদায়কেও।