সার্বিয়া ম্যাচের আগে ইয়ামালকে হারাল স্পেন
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
নেশন্স লিগে সার্বিয়ার বিপক্ষে ম?্যাচে লামিনে ইয়ামালকে পাবে না স্পেন। পায়ের পেশিতে টান পড়ায় চোটের ঝুঁকি এড়াতে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বার্সেলোনার উইঙ্গারকে। ঘরের মাঠে শনিবার ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের ৯৩তম মিনিটে ইয়ামালকে তুলে নেন স্পেন কোচ। ম্যাচে ডেনিশ খেলোয়াড়দের বেশ কয়েকটি কড়া ট্যাকলের শিকার হন তিনি। ম্যাচ শেষে টিম বাসে যাওয়ার সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় ১৭ বছর বয়সি তারকাকে। মাদ্রিদে রোববার এমআরআই স্ক্যানের পর ইয়ামালের পেশিতে টান লাগার কথা জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। খেলোয়াড়দের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে, চোটের ঝুঁকি এড়াতে তাকে দল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। স্পেনের ২০২৪ ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইয়ামাল এখন ক্লাব বার্সেলোনায় ফিরবেন। কাতালান দলটির হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। তার জায়গায় মঙ্গলবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো রিকেলমে। নেশন্স লিগে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে 'এ' লিগের চার নম্বর গ্রম্নপের শীর্ষে আছে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে ডেনমার্ক দুইয়ে, ৪ পয়েন্ট নিয়ে সার্বিয়া তিনে আছে। সুইজারল্যান্ড এখনো পয়েন্ট পায়নি।