মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
বিপিএল ড্রাফট :সাত দলের স্কোয়াড

একই দলে তামিম মুশফিক মাহমুদউলস্নাহ শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউলস্নাহ রিয়াদ এবং নাজমুল হোসেন শান্ত -ওয়েবসাইট

শেষ হয়েছে বিপিএলের পেস্নয়ার্স ড্রাফট। সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় ড্রাফটের কার্যক্রম। সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস এবং দুর্বার রাজশাহী। এর মধ্যে চিটাগাং কিংস-এর আগেও বিপিএলে ছিল। কিন্তু একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোনো ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি। ড্রাফট শেষে সব দলই দেশি-বিদেশি মিলিয়ে দল সাজিয়েছে। শেষ মুহূর্তে বরিশাল রিশাদ হোসেনকে দলে টেনেছে।

পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ড্রাফটের আগে দুইজন করে ক্রিকেটার ধরে রাখে। সেই সঙ্গে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই। তাদের মধ্যে অবশ্য চট্টগ্রামের দলই এখন পর্যন্ত সবচেয়ে ভারি।

বিপিএলের একাদশ আসরের পেস্নয়ার্স ড্রাফটে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদের ভাগ করা হয়েছিল পাঁচটি ক্যাটাগরিতে। আর ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ভাগ করা হয়েছিল ছয় ক্যাটাগরিতে। শঙ্কা থাকলেও নিলামে দল পেয়েছেন মাশরাফির মতো সিনিয়র ক্রিকেটার। দল পাননি মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন ও মুমিনুল হকের মতো ক্রিকেটাররা।

জাতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও সরাসরি চুক্তিতে বিপিএলের কোনো দল নাজমুল হোসেন শান্তকে দলে টানেনি। পেস্নয়ার ড্রাফটে তাকে দলে টেনেছে ফরচুন বরিশাল। রিটেইন খেলোয়াড় হিসেবে আগে থেকেই দলে ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। রিয়াদকে ছেড়ে দিলেও তারা ড্রাফটে কিনেছে। টানা দ্বিতীয় আসরে এই তিন সিনিয়র ক্রিকেটার এক সঙ্গে খেলবেন। তাদের সঙ্গে যোগ দিলেন শান্ত।

এ ছাড়া ইমরুল কায়েসকে খুলনা টাইগার্স, আল আমিন হোসেনকে সিলেট সিক্সার্স, মাহিদুল ইসলাম মুগ্ধকে ঢাকা ক্যাপিটালস, সৌম্য সরকারকে রংপুর রাইডার্স, খালেদ আহমেদকে চিটাগাং কিংস, ইয়াসির আলী রাব্বি ও সাব্বির হোসেনকে দুর্বার রাজশাহী টেনেছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের একাদশ আসর।

\হঢাকা ক্যাপিটালস

মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা।

\হদুর্বার রাজশাহী

এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, সাদ নাসিম ও লাহিরু সামারাকুন।

\হচট্টগ্রাম কিংস

সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও'কনেল।

\হখুলনা টাইগার্স

মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান, ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি ও মোহাম্মদ নেওয়াজ।

\হরংপুর রাইডার্স

নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আলস্নাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।

ফরচুন বরিশাল

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউলস্নাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা ও নান্দ্রে বার্গার।

\হসিলেট স্ট্রাইকার্স

জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউলস্নাহ শেনওয়ারি ও রিসে টপলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে