রোনালদোর গোল
টানা তিন ম্যাচ জিতল পর্তুগাল
প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
উয়েফা নেমন্স লিগে ছুটে চলছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। জয়ের পথে এগিয়ে গেল পর্তুগাল। শেষ দিকে পোল্যান্ড ব্যবধান কমালেও, পর্তুগিজদের জয়রথ থামাতে পারেনি তারা। পোল্যান্ডের ওয়ারশতে শনিবার রাতে নেশন্স লিগের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল। বার্নার্ডো সিলভা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। পিওতর জেলেনস্কির গোলে স্বাগতিকরা নাটকীয়তার সম্ভাবনা জাগলেও, শেষ দিকে তাদের আত্মঘাতী গোলে তা আর হয়নি। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে 'এ' লিগের ১ নম্বর গ্রম্নপের শীর্ষে আছে পর্তুগাল। রাতের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারানো ক্রোয়েশিয়া ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে পোল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ড এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ২৬ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে চলা ব্রম্ননো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ম্যানসিটির বার্নার্ডো সিলভা। ৩৭তম মিনিটে দলকে ফের উলস্নাসে ভাসান রোনালদো। আসরে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেলেন রোনালদো। ২০০৭ সালের সেপ্টেম্বরের পর পোল্যান্ডের বিপক্ষে এটি তার প্রথম গোল।
২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল হলো ৩৯ বছর বয়সি ফরোয়ার্ডের। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার মোট গোল এখন ৯০৬টি। ম্যাচে ৫৪ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর পরিষ্কার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু তিনি বক্সে ফাঁকায় বল পেয়েও শট না নিয়ে ফার্নান্দেসকে পাস দেন, লক্ষ্যে শটই রাখতে পারেননি এই মিডফিল্ডার। পর্তুগালের প্রচেষ্টার মাঝে একটি সুযোগ পেয়েছিলেন পোল্যান্ডের রবার্তো লেভানদোভস্কি। কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি বার্সেলোনা তারকা। বাকি সময়েও তিনি পারেননি তেমন কিছু করতে।