ডেনমার্ককে হারিয়ে শীর্ষে স্পেন

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ডেনমার্কের বিপক্ষে ম্যাচজুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল স্পেন। যদিও তাদের কোনো প্রচেষ্টাই খুঁজে পাচ্ছিল না ঠিকানা। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ দিকে মিলল কাঙ্ক্ষিত গোলের দেখা। দারুণ জয়ে শীর্ষে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল। উয়েফা নশন্স লিগে শনিবার রাতে ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে ব্যবধান গড়ে দিয়েছেন মার্টিন জুবিমেন্দি। এদিনের এই জয়ে 'এ' লিগের চার নম্বর গ্রম্নপে ৩ ম্যাচে স্পেনের পয়েন্ট হলো ৭। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ডেনমার্ক। রাতের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে, ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে সার্বিয়া। তিন ম্যাচেই তিনটিতে হেরে এখন পর্যন্ত কোনো পয়েন্টের খাতা খুলতে পারেনি সুইসরা। পুরো ম্যাচে গোলের জন্য ২৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ডেনমার্ক লক্ষ্যে তাদের একমাত্র শটটি নেয় শুরুতেই, বাকি সময়ে আর মাত্র দুটি শট নিতে পারে তারা। আসরে প্রথম দুই ম্যাচেই ২-০ গোলে জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল ডেনমার্ক। সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পথচলা শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল স্পেন।