মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ড. ইউনূসের পরিকল্পনায় নতুন আঙ্গিকে আসছে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ড. ইউনূসের পরিকল্পনায় নতুন আঙ্গিকে আসছে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের বেশি দিন বাকি নেই। এরই মধ্যে দল চূড়ান্ত হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। তার আগে বিপিএল নিয়ে আশার কথা শোনালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবির সঙ্গে জরুরী বৈঠক শেষে জানালেন, এবার জাঁকজমকপূর্ণ বিপিএল উপহার দিতে চান তারা। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইডিয়াতে নতুন আঙ্গিকে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি দর্শকরা দেখতে পাবেন বলে জানিয়েছেন আসিফ।

রোববার শেরেবাংলা স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এরপর বিপিএলকে সামনে রেখে বিসিবির তৈরি প্রেজেন্টেশন শোনেন। যোগ করেন নিজের পরিকল্পনাও। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে শোনান আসর নিয়ে নিজেদের পরিকল্পনার কথা।

আসিফ মাহমুদ বলেছেন, 'যেহেতু একটা পরিবর্তিত সময় এসেছে। এই সময়ে বিপিএলকে আমরা আরও দর্শক জনপ্রিয় গড়ে তুলতে চাই। আমি নিজের কথাই বলব, প্রথম দিকে দর্শক হিসেবে আমার নিজেরও অনেক ক্রেজ ছিল। এটা দিনের পর দিন কমেছে। তো এবার আমরা একটা নতুন শুরু করতে চাই। বিপিএলকে একটা টুর্নামেন্ট হিসেবে ভালোভাবে উপস্থাপন করতে চাই। দর্শক জনপ্রিয়তা বাড়াতে চাই।'

এরপর প্রধান উপদেষ্টার পরিকল্পনার কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, 'আমাদের প্রধান উপদেষ্টা অলিম্পিকের মতো আসরে ডিজাইন ইনপুট দেন। দায়িত্বে আসার আগেও প্যারিস অলিম্পিকে ডিজাইন ইনপুট দিয়েছেন। সেখানে আমরা যদি তার অভিজ্ঞতা কাজে না লাগাই তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তাই আমার অনুরোধে স্যার বিসিবি ও আমাদের সঙ্গে বসেছেন। তিনি বেশ কিছু আইডিয়া দিয়েছেন। কি কি যুক্ত করা যায়, কীভাবে ভালোভাবে উপস্থাপন করা যায় সে ব্যাপারে তিনি আইডিয়া দিয়েছেন। সেই আইডিয়া নিয়েই বিসিবি কাজ করছে। আমরা প্রধান উপদেষ্টার জন্য ফাইনাল আইডিয়া নিয়ে আবারও বসব। আশাকরি এবার একটি ভালো বিপিএল বিসিবি উপহার দিতে পারবে।'

'দেখুন দর্শক জনপ্রিয়তা করার জন্য খুব ছোট ছোট কাজ করলেই হয় আসলে। বিসিবি আশাকরি সবকিছু দেখবে। এবারের বিপিএল বেশি বেশি ছড়িয়ে দিতে হবে। প্রধান উপদেষ্টাও সেই পরামর্শ দিয়েছেন। এর জন্য দর্শকদের প্রাধান্য দিতে হবে। তাদের অভিজ্ঞতাটা কেমন হচ্ছে সেটাই আগে দেখতে হবে।' যোগ করেন আসিফ মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা স্টেডিয়ামের সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেন।

রোববার দুপুরে স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে আসিফ মাহমুদ বলেন, 'যেহেতু আমাদের সীমিত সম্পদ তাই আমাদের প্রাধান্য থাকবে যে স্টেডিয়ামগুলো আছে কিন্তু ব্যবহার উপযোগী না, সেগুলোর ব্যবহারের উপযুক্ত করা। অনেকগুলো স্টেডিয়ামে সারাদেশে... আগে স্টেডিয়াম আন্তর্জাতিক মানের ছিল। এখন খেলারই উপযোগী নেই। সেগুলোকে আমরা সংস্কারের মাধ্যমে আগে ব্যবহার উপযোগী করব। সেগুলোর ব্যবহার নিশ্চিত করবো। তারপর নতুন স্টেডিয়াম করার দিকে যাবো। কারণ স্টেডিয়ামের পর স্টেডিয়াম করে তো লাভ নেই। যেগুলো আছে সেগুলোই যদি ব্যবহার উপযোগী না হয়, সেক্ষেত্রে শুধু টাকা খরচ। কাজের কাজ হয় না আরকি।'

আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। টুর্নামেন্টকে সামনে রেখে দ্রম্নত স্টেডিয়াম সংস্কারের তাগিদ দেন ক্রীড়া উপদেষ্টা, 'বিপিএলকে সামনে রেখে একটা দ্রম্নত সংস্কার করা দরকার। আমাদের হাতে বেশি সময় নেই। আমরা বেশি পরিকল্পনা নিতে পারবো না। শেরেবাংলা স্টেডিয়ামকে সম্প্রসারিত করা যায় কিনা, এটা নিয়ে একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা।'

২০১৬ সালের পর ঢাকার অদূরে নারায়ণগঞ্জে অবস্থিত ফতুলস্নার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হয়নি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। অযত্ন ও অবহেলায় দীর্ঘ সময় এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

এ প্রসঙ্গে আসিফ মাহমুদের ভাষ্য, 'আমাদের ফতুলস্না স্টেডিয়ামটাকেও ব্যবহার উপযোগী করে তুললে আমাদের এই (শেরেবাংলা) স্টেডিয়ামের উপর চাপ কমবে এবং আমাদের স্পোর্টসের সুবিধা বৃদ্ধি পাবে। সেটা নিয়ে

আমরা ভাবছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে