শামির জন্য অপেক্ষা বাড়ছে ভারতের
প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ভারতীয় পেসার মোহাম্মদ শামি আন্তর্জাতিক ক্রিকেটে নেই প্রায় এক বছর হতে চলল। এমনকি চোটের কারণে তিনি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত হতে পারছেন না। চলতি মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তার জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও সেটিও হচ্ছে না আপাতত। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসে বহুল প্রতীক্ষিত সিরিজে শামিকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
আগামী ১৬ অক্টোবর থেকে ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সে উপলক্ষে শুক্রবার স্বাগতিক রোহিত শর্মাদের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নেই শামির নাম। বাংলাদেশ সিরিজের স্কোয়াড থেকে কেবল একজনকে বাদ দিয়ে নতুন দল ঘোষণা করা হয়েছে, যেখানে টেস্টের সহ-অধিনায়ক করা হয়েছে জাসপ্রিত বুমরাহকে।
এরপর থেকে শামির চোট কেমন এবং তিনি অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন কি না তা নিয়ে বিশ্লেষণে নেমেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। গত বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে।