বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বার্সেলোনার বিরুদ্ধে মামলা আগুয়েরোর

ক্রীড়া ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
বার্সেলোনার বিরুদ্ধে মামলা আগুয়েরোর

চুক্তি বাতিল হওয়ায় পাওনা অর্থ আদায়ে বার্সেলোনার বিরুদ্ধে মামলা করেছেন সার্জিও আগুয়েরো। যে ব্যাপারটি এখনো আদালতে বিচারাধীন। ক্লাবটির সদস্যের কাছে এক আর্থিক প্রতিবেদন পাঠানোর পরই ব্যাপারটি উঠে এসেছে। আর্জেন্টাইন তারকার দাবি, চুক্তি বাতিলের অংশ হিসেবে তিনি বার্সার কাছে ৩ মিলিয়ন ইউরো পাওনা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৯ কোটি টাকার কিছু বেশি।

৩৬ বয়সি আগুয়েরো ম্যানচেস্টার সিটি থেকে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সায় যোগ দিয়েছিলেন। মাত্র ৫টি ম্যাচই খেলার সুযোগ পান তিনি। এরপর লা লিগা ম্যাচে আলাভেসের বিপক্ষে হৃদযন্ত্রের সমস্যায় পড়লে শেষ পর্যন্ত অবসর নিতে বাধ্য হন। তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় জানান একই বছরের ডিসেম্বরে। বার্সার সঙ্গে একটি সমঝোতার পর আগভাগে চুক্তির ইতি টানেন তিনি। এরপর বার্সা তাদের ২০২৩-২৪ মৌসুমের আর্থিক প্রতিবেদন তৈরি করলে সেখানেই আর্জেন্টাইন স্ট্রাইকারের আইনি পদক্ষেপের বিষয়টি উঠে আসে। যা নিশ্চিত করেছে ইএসপিএন। রিপোর্টে মামলা-মোকদ্দমা নামে যে অংশটি রয়েছে, সেখানে মামলা-সংক্রান্ত বিষয়ের ৯টির একটি হলো আগুয়েরোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে