বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

কিউইদের বিপক্ষে ভারতের সহ-অধিনায়ক বুমরাহ

ক্রীড়া ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
কিউইদের বিপক্ষে ভারতের সহ-অধিনায়ক বুমরাহ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। এই সিরিজে রোহিত শর্মার ডেপুটি হিসেবে সহ-অধিনায়ক থাকবেন পেসার জাসপ্রিত বুমরাহ। 

বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু যশ দয়াল। তাদের স্কোয়াড সংখ্যা ১৫। এবারও স্পিন নির্ভর দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। পেস বোলিং বিভাগে রয়েছেন বুমরাহ মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। বাংলাদেশের বিপক্ষে যে ব্যাটিং গ্রম্নপটি ছিল এই সিরিজেও সেটা ধরে রাখা হয়েছে। নেই কোনো ব্যাক আপ ওপেনার। উইকেটরক্ষক অপশন হিসেবে রয়েছেন ঋষভ পান্ত ও ধ্রম্নব জুরেল। বেঙ্গালুরুতে সিরিজ শুরু হবে ১৬ অক্টোবর। পরের টেস্ট ভেনু্য পুনে ও মুম্বাই। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখন শীর্ষে। ২০২১ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড আছে ছয় নম্বরে। 

ভারতের স্কোয়াড :রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রম্নব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে