হেলস আর পেরেরা এখন 'ঢাকাইয়া'
প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর টুর্নামেন্টটির আসন্ন আসরের পর্দা উঠবে। এর আগে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে পেস্নয়ার্স ড্রাফট। এদিন ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের তারকাদের দলে ভেড়াবে। আগামী সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বিপিএলের এবার আসরের ড্রাফট। প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটারদের তালিকা এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দু'জনকে রিটেইন করার সুযোগ পাচ্ছেন। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি অবশ্য তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নেবে। সে হিসেবে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। পিছিয়ে নেই নতুন মালিকানায় আসা ঢাকা ক্যাপিটালস। এবার ঢাকার ফ্রাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যান।
আর তাই তো দলকে শক্তিশালী করতে তারকার হাট বসাতে চাচ্ছে তারা। এরই মধ্যে দেশীয় ক্রিকেটার হিসেবে তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। এছাড়াও তারা দলে ভিড়িয়েছে বিদেশি ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে।