শেষ ম্যাচটিকে রাঙিয়ে দেশে ফিরতে চায় জ্যোতিরা

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নারী টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ভালো কিছু করতে চায় বাংলাদেশের মেয়েরা-ওয়েবসাইট
নারী টি-২০ বিশ্বকাপে শনিবার রাতে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব বাংলাদেশ দল। আসরে টাইগ্রেসদের শেষ ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। লাল-সবুজদের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হলেও জয় আর অনেক যদি কিছুর উপর টিকে আছে শেষ চারে খেলার আশা। দুবাইয়ে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়। স্কটল্যান্ডকে হারিয়ে আর ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলে প্রত্যাশা বাড়িয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু পরের দু'ম্যাচে ব্যর্থতার গল্প লিখেছে নিগার সুলতানার দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। খুব বেশি চাওয়া নেই। তবে ইতিবাচক মোমেন্টাম নিয়ে দেশে ফেরার লক্ষ্য টিম টাইগ্রেসের। টি২০ বিশ্বকাপে শেষ ম্যাচে শনিবার রাতে মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে এই ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার জন্য হলেও শেষ ম্যাচটি জিতে ইতিবাচক কিছু নিয়ে দেশে ফিরতে চায় জ্যোতিরা। টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল আশা-জাগানিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ১০ বছরের খরা কাটিয়েছিল। জিতলেও অবশ্য ব্যাটিং মন ভরাতে পারেনি। এই ম্যাচটিতে ব্যাটিং ভালো না হলেও জিততে খুব বেশি সমস্যা হয়নি। তবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাকি দুই ম্যাচে ছন্নছাড়া ব্যাটিং করেছে বাংলাদেশ। এই ব্যাটিং ব্যর্থতার কারণে তারা নূ্যনতম লড়াই পর্যন্ত করতে পারেনি। তাইতো শনিবার রাতে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচ। এই ম্যাচেও প্রোটিয়া বোলিং আক্রমণ চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। এদিকে আবার জ্যোতির চোট চিন্তার খোরাক জোগাচ্ছে। বাংলাদেশ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন নিগার সুলতানা জ্যোতি। কোনো কারণে তিনি খেলতে না পারলেও শেষ ম্যাচটিতে চাপে পড়ে যাবে বাংলাদেশ। জ্যোতির ইনজুরি নিয়ে বাংলাদেশের প্রধান কোচ হাসান তিলকারত্নে বলেছেন, 'জ্যোতির কিছুটা চোট রয়েছে, আমি নিশ্চিত সে খুব শিগগিরই চোট থেকে বের হয়ে আসতে পারবে। এটা জানি যে, জ্যোতির ওপর অনেক বেশি চাপ থাকে এবং সেটা থেকে তাকে কিছুটা মুক্ত করা দরকার। দলে বেশকিছু খেলোয়াড় আসছে এবং আমি নিশ্চিত তারা নিজেদের উন্নতি করছে।' এদিকে শেষ ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে মেয়েরা মুখিয়ে আছে বলে জানালেন তিলকারত্নে, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের সঙ্গে খেলতে হবে। কারণ আমরা তাদের একবার হারিয়েছিলাম। সবার একসঙ্গে খেলতে হবে এবং নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।' বাংলাদেশ নারী দলেন অধিনায়ক জ্যোতিও মনে করেন, প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটিতে জিততে পারলে ইতিবাচক কিছু নিয়ে দেশে ফেরা সম্ভব হবে, '(দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ভালো ক্রিকেট খেলা ও জয়ের চেষ্টা করা উচিত আমাদের। এটা স্রেফ আরেকটি খেলা এবং আমরা দল হিসেবে খেলতে চাই, মনে রাখার মতো কিছু নিয়ে দেশে ফিরতে চাই।'