ইংল্যান্ডের কাছে ঐতিহাসিক পরাজয়ের পর আবার নির্বাচক কমিটিতে পরিবর্তন আনল পাকিস্তান। পরাজয়ের দিনেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানাল, কমিটিতে নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছেন অভিজ্ঞ আম্পায়ার আলিম দার, সাবেক পেসার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলী। কমিটিতে আগে থেকেই আছেন আসাদ শফিক, অ্যানালিস্ট হাসান চিমা, কোচ ও অধিনায়ক। ওই ৭ সদস্যের কাছেই ভোট করার ক্ষমতা থাকবে। তাছাড়া থাকছেন আরও ৪ জন যারা অবশ্য ভোট দিতে পারবেন না। তারা হলেন আজহার মাহমুদ (সহকারী কোচ), বিলাল আফজাল (পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা), নাদিম খান (হাই-পারফরম্যান্স ডিরেক্টর) ও উসমান ওয়াহলা (আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক)।
নতুন সদসদ্যের এই অন্তর্ভুক্তির ঘটনা ঘটল প্যানেল থেকে মোহাম্মদ ইউসুফের পদত্যাগের ১০ দিন পর। এখন পর্যন্ত অবশ্য কোনো কমিটি প্রধান বেছে নেওয়া হয়নি। তবে নতুন এই পরিবর্তনের ফলে ২০২১ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ২৬ জন পৃথক নির্বাচক ব্যবহারের নজির রাখল পাকিস্তান।