২৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। মুলতানে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনেই ১৫১ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় পড়ে তারা। শেষ দিন দেখার ছিল কতক্ষণ টেকে স্বাগতিকদের প্রতিরোধ। দেখা গেল সকালের সেশনেই ২২০ রানে শেষ হয়েছে পাকিস্তানের ইনিস। ইংল্যান্ড জিতেছে এক ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। এই পরাজয়ে টেস্টে পাকিস্তান প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ রানের পরও ইনিংস ব্যবধানে পরাজয়ের ইতিহাস তৈরি করেছে। ৬ উইকেট হারানোর পর সালমান আগা ও আমের জামাল সপ্তম উইকেটে মিলে ১০৯ রানের জুটি গড়েছিলেন। এই লড়াইও যথেষ্ট ছিল না। জ্যাক লিচের তিন উইকেট শিকারে স্বাগতিকদের ইনিংস ২২০ রানে থেমেছে। আবরার আহমেদ অসুস্থ থাকায় শেষ উইকেটে খেলতে নামতে পারেননি। সালমান (৬৩) কে লেগ বিফোরে আউট করে জুটি ভাঙেন লিচ। তার পর একই ওভারে বিদায় দেন শাহীন আফ্রিদি (১০) ও নাসিম শাহর (৬) উইকেট।