মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনার ড্র

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চোট সারিয়ে ফেরা লিওনেল মেসির প্রত্যাবর্তন ম্যাচটা ড্রয়ে শেষ করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে। কোপা আমেরিকার ফাইনালে গত জুলাইয়ে মেসি চোটগ্রস্ত হয়েছিলেন। অবশেষে প্রত্যাবর্তন করলেও দলকে জেতাতে পারেননি। তবে ভূমিকা রেখেছেন প্রথম গোলে। তার বানিয়ে দেওয়া বলে ম্যাচের ১৩ মিনিটে গোল করেন নিকোলাস ওতামেন্দি। ভারী বৃষ্টিতে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়েছে অনেকক্ষণ। আধা ঘণ্টা পর ম্যাচ গড়ালেও মাঠ ছিল ভেজা। আর্জেন্টিনা শুরুতে এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ভেনেজুয়েলা সমতা ফিরিয়েছে। স্তেলেদোর পাস থেকে জাল কাঁপান রোন্ডন। আর্জেন্টিনা অবশ্য তার পর ম্যাচে ফেরার চেষ্টা করেছে। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে লিয়ান্দ্রো পেরেদেস ও লাউতারো মার্টিনেজকে কোচ স্ক্যালোনি মাঠে নামিয়েছিলেন। কিন্তু ভেজা মাঠ উল্টো হতাশাই বাড়িয়েছে তাদের। মেসিদের ড্রয়ের দিনে অপ্রত্যাশিত জয় পেয়েছে পুঁচকে বলিভিয়া। তারা কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে। তাতে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনা তারা উজ্জ্বল করেছে। একমাত্র গোলটি করেছেন মিগুয়েল তেরেসেরোস। যা বাছাইয়ে দলটির চতুর্থ গোল। গত মাসে চিলির বিপক্ষেও অপ্রত্যাশিত ২-১ গোলের জয়ের পর বলিভিয়া এখন বাছাইয়ের পয়েন্ট টেবিলে চারে অবস্থান করছে। ৯ ম্যাচে তাদের অর্জন ১২ পয়েন্ট। পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে। দক্ষিণ আমেরিকান বাছাই থেকে শীর্ষ ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বলিভিয়া সর্বশেষ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল ১৯৯৪ সালে।