পিছিয়ে পড়েও চিলির বিপক্ষে ব্রাজিলের জয়

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোল করার পর উচ্ছ্বসিত ব্রাজিলের ইগর জেসুস -ওয়েবসাইট
বিশ্বকাপ বাছাইয়ে হতাশাজনক প্রদর্শনীর পরও শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচের ৮৯ মিনিটের গোলে চিলিকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দিকে বদলি হয়ে নামা হেনরিক-ই পার্থক্য গড়ে দেন সেলেসাওদের। অথচ পুরো ম্যাচে ব্রাজিলের প্রদর্শনী এদিনও আহামরি ছিল না। তিন পয়েন্ট অর্জন করায় ইকুয়েডর আর বলিভিয়াকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান থেকে চারে উঠেছে তারা। এই জয়ে চারে ওঠা ব্রাজিলের অর্জন এখন ১৩ পয়েন্ট। তিনে থাকা উরুগুয়ের চেয়ে আর দুই পয়েন্ট পিছিয়ে তারা। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ৮ পয়েন্টে। কষ্টের জয়ে চতুর্থ স্থানে উঠে এলো ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান নবম। প্যারাগুয়ের কাছে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল দরিভালের শিষ্যদের। কিন্তু অগোছালো সূচনায় শুরুতেই মাশুল দেয় তারা। ফেলিপে লয়োলার ক্রস থেকে দ্বিতীয় মিনিটে হেড করে ব্রাজিলকে স্তব্ধ করে দেন এদুয়োর্দো ভারগাস। চিলি ব্যবধান বাড়ানোর সুযোগ তারপর নষ্টও করেছে। যদিও বিরতির আগে যোগ হওয়া সময়ে সেলেসাও স্ট্রাইকার ইগর জেসুস হেড করে দলকে সমতায় ফিরিয়েছেন। ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি উইঙ্গার সাভিনহো। দ্বিতীয়ার্ধে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ নিতে পারে ব্রাজিল। তার পরও ম্যাচটা ড্রয়ের দিকেই এগোতে থাকে। শেষ পর্যন্ত ৮৯ মিনিটের গোলে দলকে উদ্ধার করেছেন বোতাগোর লুইস হেনরিকে। বক্সের প্রান্ত থেকে দারুণ এক চেষ্টায় বাঁকানো শটে জাল কাঁপান তিনি। ভিনিসিয়াস জুনিয়র না থাকায় নিজেদের মেলে ধরতে পুরোপুরি ব্যর্থ হয় ব্রাজিল। ইনজুরি কারণে রিয়াল মাদ্রিদ তারকা খেলতে পারেননি।