মিরপুর টেস্টে নেই প্রোটিয়া অধিনায়ক বাভুমা
প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেই স্কোয়াডে থাকা নান্দ্রে বার্গার যে বাংলাদেশে আসছেন না, তা আগেই জানা গিয়েছিল। সিরিজ শুরুর আগে প্রোটিয়ারা খেইয়েছে আরেকটি ধাক্কা। পেশির চোটের কারণে মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
তাইতো প্রথম টেস্টে বাভুমার পরিবর্তে সফরকারী দলের নেতৃত্বে থাকবেন এইডেন মার্করাম। মেরুদন্ডের নিচের অংশে চোটে বাঁহাতি পেসার বার্গার ছিটকে যাওয়ার তার পরিবর্তে লুঙ্গি এনগিডিকে দলে যোগ করা হয়েছে। যদিও আগে ফিটনেস সমস্যার কারণ দেখিয়ে এনগিডিকে প্রথমে স্কোয়াডে রাখা হয়নি। দ্রম্নত সেরে ওঠায় তিনি বাংলাদেশ সফরে আসছেন।
বাভুমার ব্যাকআপ হিসেবে দলে এসেছেন টেস্টে অনভিষিক্ত ডিওয়াল্ড ব্রেভিস। তিনি এখন পর্যন্ত মাত্র দুটি টি-২০ ম্যাচ খেলেছেন। ১২টি প্রথম-শ্রেণির খেলা এই ক্রিকেটার সম্প্রতি বেনোনিতে শ্রীলংকা এ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ৪৯ এবং ৭৪ রানের ইনিংস খেলেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ বিবৃতিতে বলেছে, বাভুমা মঙ্গলবার স্কোয়াডের সঙ্গে ঢাকায় যাবেন এবং দ্বিতীয় টেস্টের প্রস্তুতির জন্য প্রোটিয়া মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার সেরে ওঠার কাজ চালিয়ে যাবেন।
গত ৬ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কনুইয়ে চোট পান বাভুমা। যে কারণে আইরিশদের সঙ্গে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। যদিও চট্টগ্রাম টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে। মিরপুরে ২১ অক্টোবর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে ২৯ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে কনুইয়ের ওপরের দিকে চোট পান বাভুমা। পরে রোববার শেষ ম্যাচে খেলা হয়নি তার। তখনই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রোটিয়া অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা জাবোভুমার অনুপস্থিতিতে আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
সিএসএ'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাভুমার 'কভার' হিসেবে প্রথম ম্যাচের দলে নেওয়া হয়েছে ব্রেভিসকে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে শুধু দুটি টি-টোয়েন্টি খেলেছেন ২১ বছর বয়সি ব্যাটসম্যান। এছাড়া ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে তিনটি ম্যাচই খেলেন এনগিডি। বার্গার চোটে পড়ায় এখন কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন ও ভিয়ান মুল্ডারে সাজানো পেস বিভাগে যোগ দেবেন ২৮ বছর বয়সি পেসার।
দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, টোনি ডি জোর্জি, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, লুঙ্গি এনগিডি, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।