১৯৩০ সাল থেকে প্রত্যেকটি বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। কিন্তু উদ্বেগজনক হলেও একটি প্রশ্ন উঠছেই, ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে পারবে তো সেলেসাওরা? আগামী বিশ্বকাপ ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দলের করা হয়েছে। ফুটবল ইতিহাসের বৃহত্তর আসরেই কি না ব্রাজিলকে নিয়ে উদ্বেগ জাগছে? বাস্তবতা হলো পাঁবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রয়েছে বাদ পড়ার ঝুঁকিতে।
বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচ খেলে তারা তিন জয় ও চার হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে। বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে এমন বাজে পরিস্থিতিতে কখনো পড়েনি ব্রাজিল। এখনো ততটা সংকট তৈরি হয়নি, কিন্তু চলতি অক্টোবরে হোঁচট খেলে মহাআতঙ্ক ছড়িয়ে পড়তে পারে ব্রাজিল ফুটবলে। সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে আর সপ্তম দলকে খেলতে হবে পেস্ন অফ।
ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিনিহো স্বীকার করলেন উদ্বেগের কথা, 'আমরা যে অবস্থানে আছি এবং আমাদের কাছ থেকে ভক্তরা যে প্রত্যাশা করে, সেই বিবেচনায় এটা উদ্বেগজনক। এখন সময় এসেছে। ব্রাজিল কী, আমরা কোথায় থাকার দাবি রাখি, সেটা দেখানোর জন্য সব খেলোয়াড়দের সামনে খুব ভালো মুহূর্ত এটা। আমরা খুব খাটছি যেন তিন পয়েন্ট পাই এবং উপরে উঠতে পারি।
নিজেদের প্রমাণ করে দেখাতে বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। শীর্ষ দল আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট পেছনে থাকা দলটি এই মুহূর্তে চোটে জর্জরিত। নেই এক নম্বর গোলকিপার আলিসন। নেইমারহীন দলে আরও শূন্যতা তৈরি করেছে ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতি। রিয়াল মাদ্রিদের জার্সিতে সবশেষ ম্যাচে চোট পেয়েছেন তিনি। গোলপোস্টের নিচে দাঁড়াবেন এদারসন। আর রদ্রিগো ও এন্দ্রিককে দায়িত্ব নিতে হবে আক্রমণভাগের।
রক্ষণেও বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। ব্রেমের, এদার মিলিতাও ও গুইলহার্মে আরানা সাইডলাইনে আছেন। এক কথায় চোট জর্জের ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা। অবশ্য পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে। ১৯ বারের দেখায় কেবল একবার চিলির কাছে হেরেছে তারা। এ ছাড়া ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের বর্তমান বাজে ফর্মও ব্রাজিলকে এগিয়ে রাখছে। বাছাইপর্বে চিলি মাত্র এক ম্যাচ জিতেছে, পেরুর বিপক্ষে। মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে চিলি। বড় কোনো নাটকের জন্ম না হলে নিশ্চিতভাবে তারা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে দর্শক হতে যাচ্ছে। আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে পরাজিত ব্রাজিলের চোখ ধুঁকতে থাকা চিলির বিপক্ষে জয়ে ফেরার দিকে। পাঁচ দিন পর পেরুর মুখোমুখি হবে তারা। ?দুটি ম্যাচেই জিতে অক্টোবরটা স্মরণীয় করে রাখতে চায় দরিভাল জুনিয়রের শিষ্যরা।