লড়াইবিহীন হারের ধরনে যেন প্রথম ম্যাচেরই প্রতিচ্ছবি। তফাত শুধু আগে-পরে ব্যাট করায়। কিন্তু পরিণতিতে কোনো ফারাক নেই বাংলাদেশের। দ্বিতীয় টি২০-তেও ভারতের কাছে স্রেফ উড়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের বেহাল অবস্থা স্বীকার করে বাংলাদেশ অধিনায়ক বলছেন তারা ঘুরপাক খাচ্ছেন একই ভুলের চক্রে।
দিলিস্নতে বুধবার রাতে ভারতের কাছে দ্বিতীয় টি২০-তে বাংলাদেশ হেরেছে ৮৬ রানের বড় ব্যবধানে। ভারতের ২২১ রানের পাহাড়ের জবাবে ২০ ওভার ব্যাট করে ১৩৫ রানের বেশি করতে পারেননি শান্তরা। শুরুর কয়েক ওভার ছাড়া বোলাররা ছিলেন দিশেহারা। ব্যাটসম্যানদের ধুঁকতে দেখা গেছে ইনিংসজুড়ে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে অসহায় শান্ত বর্ণনা করলেন নিজেদের অবস্থা, 'আমরা একই ভুল করেছি প্রথম ম্যাচের মতো)। দলের জন্য ভালো আভাস না। আমাদের আরও উন্নতি করতে হবে।'
দ্বিতীয় টি২০-তে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। দিলিস্নর অরুণ জেটলি স্টেডিয়ামে ৮৬ রানের পরাজয়ে সিরিজও হেরে গেল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচেও পরিস্থিতি পাল্টায়নি। প্রথম ম্যাচের থেকে কেবল ৮ রান বেশি করেছে তারা পরেরটিতে। ম্যাচ হারে শান্তর সরল স্বীকারোক্তি, 'আমরা বারবার একই ভুল করছি।'
দ্বিতীয় টি২০-তে ৪ ওভারুু শেষে স্কোর ছিল ১ উইকেটে ৩৮ রান। সেখান থেকে হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। অথচ প্রথম ইনিংসে রিংকু সিং ও নীতিশ কুমার রেড্ডি বাংলাদেশের বোলারদের 'কাউন্টার অ্যাটাক' করেছেন। ৮৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, 'একই ভুলগুলো বারবার করছি আমরা। যেটা দল হিসেবে ভালো ব্যাপার না। আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। আর যদি টস জিতে বোলিং নেওয়ার কথা বলেন, তাহলে বলব সেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। আমরা প্রথম ৬-৭ ওভারে ভালো বোলিং করেছি। তবে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। এরপর তারা (ভারত) ভালো ব্যাটিং করেছে।'
প্রতি ম্যাচে ব্যর্থ হওয়ার পরই ক্রিকেটাররা ব্যাটিংয়ে উন্নতির কথা বলেন। কিন্তু ম্যাচের পর ম্যাচ চলে গেলেও সেই উন্নতি চোখে পড়ে না। বুধবার ম্যাচ শেষে আরও একবার পুরনো কথাটাই যেন নতুন করে বললেন বাংলাদেশের অধিনায়ক, 'নিজের ওপর ভরসা রাখাটা জরুরি। আপনি যদি দেখেন, ৬-৭ ওভারের পর কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা সেভাবে বাস্তবায়ন করতে পারিনি। যেটা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তবে তানজিম সাকিব, মুস্তাফিজ ও তাসকিন ভালো বল করেছে। মাঝের ওভারগুলোতে আমাদের আরও ২-১টি উইকেট প্রয়োজন ছিল। ব্যাটসম্যান হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কীভাবে বেশি সময় ক্রিজে থাকা যায়, সেটা নিয়েও আমাদের অনেক কাজ করতে হবে।'
দ্বিতীয় টি২০-র ম্যাচে এদিন টস জিতে আগে ভারতকে ব্যাট করতে দেয় বাংলাদেশ। নিতিশ রেড্ডি আর রিংকু সিংয়ের ঝোড়ো ফিফটিতে ভারত চড়ে রানের পাহাড়ে। তবু টসের সিদ্ধান্তকে সঠিক মনে করছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত,' বোলিং নেওয়া ভালো সিদ্ধান্ত ছিল। প্রথম ৬-৭ ওভার আমরা ভালো বল করেছি। পরে ওরা (ভারত) ভালো ব্যাট করেছে, ওই সময়ে আমরাও পরিকল্পনা ঠিকভাবে প্রয়োগ করতে পারিনি।'
আগামী ১২ অক্টোবর শনিবার হায়দরাবাদে তিন ম্যাট টি২০ সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীলতা চান বাংলাদেশ অধিনায়ক, 'ব্যাটসম্যানদের অনেক বড় দায়িত্ব নিতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।'