বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

শেষ হলো রবিনহোর কিংস-অধ্যায়

ক্রীড়া প্রতিবেদক
  ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
শেষ হলো রবিনহোর কিংস-অধ্যায়

গুঞ্জনই সত্যি হলো। বসুন্ধরা কিংসে টানা চার মৌসুম কাটানো ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে এবার আর দেখা যাবে না। তার কিংস-অধ্যায় শেষ হয়েছে বলে ক্লাব সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রবিনহোর সঙ্গে কিংসের সঙ্গে চুক্তি থাকলেও তা আর না বাড়ছে না বলে জানা গেছে।

রবিনহো চুক্তি অনুযায়ী মৌসুম প্রতি প্রায় সাড়ে ৬ লাখ ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি) পেয়ে থাকেন। এবার আরও বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন ২৯ বছর বয়সি ফরোয়ার্ড। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, 'আমরা ওকে এবার আনছি না।কারণ নতুন করে ও যে উচ্চ পারিশ্রমিক দাবি করছে, তা মেটানো কঠিন। বর্তমান পরিস্থিতিতে আমরা তো আরও খরচ কমানোর

কথা ভাবছি।' 

তবে আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরার আগমন নিশ্চিত। ১২ অক্টোবর আসছেন এই মিডফিল্ডার। এদিকে, রবিনহোর ভারতের জায়ান্ট ইস্ট বেঙ্গলে যাওয়া নিয়ে গুঞ্জনের ডালপালা আরও মেলেছে। তবে রবিনহোর যাওয়া না যাওয়া নিশ্চিত না হলেও এরই মধ্যে দীর্ঘ ছয় বছর কিংসের কোচের দায়িত্ব পালন করা অস্কার ব্রম্নজোনকে নিজেদের করে নিয়েছে ইস্ট বেঙ্গল। শিগগিরই সাবেক ক্লাব কিংসের মুখোমুখি হবেন স্প্যানিশ এই কোচ। ২৯ অক্টোবর ভুটানের থিম্পুতে দু'দল মুখোমুখি হবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রম্নপ পর্বে। কিংসকে টানা পাঁচটি লিগ শিরোপা এনে দিয়েছিলেন অস্কার। এই কোচই এখন কিংসের প্রতিপক্ষের শিবিরে। মঙ্গলবার ৪৭ বছর বয়সি ব্রম্নজোনকে প্রধান কোচ হিসাবে ঘোষণা দিয়েছে ভারত জায়ান্ট ইস্ট বেঙ্গল। থিম্পুতে কিংসকেই হারানোর মন্ত্র ইস্ট বেঙ্গলের ফুটবলারদের দেবেন ব্রম্নজোন। গত মৌসুমেই কিংসকে ট্রেবল জিতিয়েছেন। তবে এই কোচের সঙ্গে কিংস আর চুক্তি নবায়ন করেনি আন্তর্জাতিক আসরে সাফল্য এনে দিতে না পারায়। এএফসির আসরে চারবার অংশ নিয়েও তার অধীনে কিংসের মিলেনি কাঙ্ক্ষিত সাফল্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে