দেড় মাস পেছাল ঘরোয়া ফুটবলের মৌসুম
প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনেও বড় ধাক্কা লাগে। ফুটবল ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ঘরোয়া মৌসুম এক সপ্তাহ পেছানো হয়েছিল। ১১ অক্টোবর থেকে পর্দা ওঠার কথা ছিল দেশের ফুটবলের। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল দলগুলো। কিন্তু তিন দিন আগে (মঙ্গলবার) পেশাদার লিগ কমিটির জরুরি সভায় আসন্ন ফুটবল মৌসুম দেড় মাস পেছানো হলো।
ফুটবল ক্লাবগুলোর দাবি মেনে প্রথমে ৪ অক্টোবরের পর এক সপ্তাহ পিছিয়ে ১১ অক্টোবর থেকে মৌসুম শুরুর সিদ্ধান্ত নেয় বাফুফে। ১১ অক্টোবর কিংস অ্যারেনায় চ্যালেঞ্জ কাপ, ১৫ অক্টোবর ফেডারেশন কাপ ও ১৮ অক্টোবর লিগ শুরুর কথা ছিল।
আগের সূচি অনুযায়ী আগামীকাল (১১ অক্টোবর) বসুন্ধরা কিংস-মোহাডোনের চ্যালেঞ্জ কাপ ম্যাচ। সেভাবেই দুই দল অনুশীলন করছিল। কিন্তু বিকালে লিগ কমিটির অনলাইনে হওয়া জরুরি সভায় ঘরোয়া মৌসুম নভেম্বরের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ হিসেবে ভেনু্য সংকট ও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় উলেস্নখ করা হয়েছে। মৌসুম পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ভেনু্যর কথা উলেস্নখ করলেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান, 'আসন্ন মৌসুমের জন্য আমরা যে ভেনু্যগুলো মনোনীত করেছিলাম, সেগুলো এখনও প্রস্তুত হয়নি। যেহেতু ভেনু্যগুলো প্রস্তুত নয়, তাই ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক প্রেক্ষাপটে ১১ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের শেষদিকে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।'
আগামী দেড় মাসের মধ্যে মাঠ প্রস্তুতের আশাবাদ লিগ কমিটির চেয়ারম্যানের, 'আমরা এই সময়ের মধ্যে আশা করছি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাঠ প্রস্তুত করতে পারব।'
বাফুফে নির্বাচন ২৬ অক্টোবর। নির্বাচনের পর নিশ্চিতভাবে স্ট্যান্ডিং কমিটিও পাল্টে যাবে। নতুন কমিটির হাতেই পড়তে যাচ্ছে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত।