বাংলাদেশের সামনে আজ ওয়েস্ট ইন্ডিজ বাধা

প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। পরের লক্ষ্য পূরণের পথে প্রথম পদক্ষেপেই বাস্তবতার ধাক্কা হজম করতে হয়েছে। তবু স্বপ্নটা ছেড়ে যায়নি দলকে। নারী টি২০ বিশ্বকাপে এখনো সেমিফাইনালে চোখ রাখছে বাংলাদেশ দল। ইংল্যান্ডের কাছে হারকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্বপ্নের পথে ছুটতে চান নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, রাবেয়া খানরা। স্কটিশদের হারিয়ে দীর্ঘ দশ বছর পর টি২০ বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেয়েছে টাইগ্রেসরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি আজ বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল প্রথম ম্যাচটি জয়। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ১০ বছরের জয়-খরা কাটাতে পেরেছে নিগার সুলতানার দল। দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার বলেছিলেন, প্রথম ম্যাচটি জিততে পারলে সেমিফাইনালে খেলার স্বপ্ন থাকবে তাদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা হেরে গেছে ইংল্যান্ডের কাছে। তিন দিনের মধ্যে দুটি ম্যাচ খেলার পর চার দিনের বিরতি। এই সময়টায় নিজেদের ঝালিয়ে নিচ্ছে দল। দুবাইয়ে অনুশীলনের ফাঁকে দলের সফলতম বোলার ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার বললেন,' "গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, খারাপ লাগার একটি জায়গা। এই কয়দিনে আমাদের যে অনুশীলন সেশন চলছে, আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায় এবং ম্যাচে তা কাজে লাগানো যায়।' বিশ্বকাপে একটি ম্যাচ জিততেই ১০ বছর লেগে গেছে বাংলাদেশের। সেমিফাইনালে খেলার স্বপ্নটা তাই বাস্তবতার নিরিখে নাগালের বাইরেই হওয়ার কথা। শক্তি-সামর্থ্যের বিচারেও আসরের শীর্ষ চার দলের মধ্যে বাংলাদেশ থাকবে না নিশ্চিতভাবেই। তবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা অসম্ভব নয় বাংলাদেশের জন্য। বোলাররা তো ম্যাচের পর ম্যাচে ভালো করেই চলেছেন। ব্যাটাররা নিজেদের ছাড়িয়ে যেতে পারলে পরের দুই ম্যাচে জয় পাওয়া সম্ভব। বাংলাদেশের সহ-অধিনায়ক নাহিদা বললেন,' সেই বিশ্বাস নিয়েই তারা সামনে তাকিয়ে আছেন। আজ বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের হারিয়ে এক ধাপ এগোতে চান তারা। যেহেতু আমরা সেমিফাইনাল খেলতে চাই, এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে মনোযোগ দিচ্ছি যে, কীভাবে জিততে পারি। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়াটা সহজ হবে আমাদের জন্য। সব দিক থেকেই আমাদের মনোযোগ পরের ম্যাচে। এই ম্যাচে ভালো করার জন্য-শুধু ভালো করার জন্য নয়, জয়ের জন্য নামব আমরা এবং জেতার জন্য যা যা করা দরকার, চেষ্টা করব করার।' নাহিদার মতোই স্পিন আক্রমণের আরেক ভরসা লেগ স্পিনার রাবেয়ার কণ্ঠেও ফুটে উঠল একই প্রত্যয়। তিনি বলেন,' খুব খারাপ লাগছে যে, নাগালে থাকা একটি ম্যাচ আমরা হেরেছি। অনেক বড় সুযোগ ছিল। তবে আরও দুটি ম্যাচ বাকি আছে। আমরা সবাই আত্মবিশ্বাসী আছি। আশা করি জয়টা নিয়ে আসব। কোনো ভাবাভাবি নেই, আমরা জয়ের জন্যই খেলতে নামব। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়েই আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।' ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্রেফ তিনটি টি২০'র অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে সেই তিন ম্যাচেই সহজে জিতেছে ক্যারিবিয়ানরা। এবার শারজাহতে তাদের সঙ্গে ম্যাচটি শুরু হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুবাইয়ে টাইগ্রেসরা।