দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হোয়াং হি চ্যানের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো। ঘটনাটি ছিল জুলাইয়ে প্রাক মৌসুম ম্যাচে। ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হয়েছিল ইতালির কোমো। সেই ম্যাচেই এই ঘটনার জন্য শাস্তি পেয়েছেন কুর্তো। নিষেধাজ্ঞার শাস্তির অর্ধেক অনতিবিলম্বে কার্যকর হবে। বাকি অর্ধেক দুই বছরের জন্য স্থগিত থাকবে। কুর্তো এখন কোমো থেকে ধারে সিরি 'বি'র ক্লাব সিসেনার হয়ে খেলছেন।
ফিফার এক মুখপাত্র বলেছেন, 'মার্কো কুর্তোর বিপক্ষে বৈষম্যমূলক আচরণের প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।' শুধু নিষেধাজ্ঞার শাস্তি-ই নয়। ওই খেলোয়াড়কে ফিফা স্বীকৃত প্রতিষ্ঠানে সামাজিক সেবামূলক কাজ, অনুশীলন এবং শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে হবে।
জুলাইয়েই যখন বর্ণবাদী আচরণের অভিযোগ উঠে তখন কোমো ঘটনার নিন্দা জানিয়েছিল ঠিকই। কিন্তু তারা ওই ঘটনার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে।