ফ্লিকের কাছে সেরা লেভানডোভস্কি
প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আলাভেসকে ৩-০ গোলে হারানো ম্যাচে মূল কৃতিত্ব রবের্ত লেভানডোভস্কির। তার হ্যাটট্রিকেই জিতেছে বার্সেলোনা। গত মৌসুম থেকে ৩৬ বছর বয়সিকে এবার আরও ক্ষুরধার মনে হচ্ছে। ১১ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল। তাই ম্যাচ শেষে শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হানসি ফ্লিক।
সংবাদ মাধ্যমকে লেভাকে নিয়ে ফ্লিক বলেছেন, 'গোল মুখে আমার কাছে লেভানডোভস্কিই সেরা। একটা সময় ধরে অনেকগুলো গোল মানে বিস্ময়কর কিছু। তাই ওর জন্য আমি অনেক আনন্দিত। দেখতে পারছেন সে শতভাগ ফিট। বলা যায় এই মুহূর্তের জন্য এটা এখন আদর্শ।'
লেভার তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। দুটিতে অ্যাসিস্ট ছিল রাফিনহার। আরেকটিতে এরিক গার্সিয়ার। বার্সার হয়ে এটি ছিল লেভার তৃতীয় হ্যাটট্রিক। বায়ার্ন মিউনিখের হয়ে অবশ্য তার হ্যাটট্রিক ছিল ২০ বার আর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৪ বার। ক্লাব পর্যায়ে সব মিলে হ্যাটট্রিক করেছেন ২৭ বার।
এদিনের হ্যাটট্রিকে আবার কীর্তিও গড়েছেন পোলিশ এই ফরোয়ার্ড। লিওনেল মেসির পর বার্সার হয়ে এটি ছিল দ্রম্নততম হ্যাটট্রিকের নজির। লেভা তিন গোল করেছেন ৩২ মিনিটে। মেসি করেছিলেন আধা ঘণ্টায়। তাছাড়া আরও দ্রম্নততম গোলের নজির বার্সার আছে। শুরুর ২৮ মিনিটে ১৯৫৪ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিন গোল করার নজির আছে তেজাদাসের। একইভাবে দ্রম্নততম তিন গোল করেছিলেন স্যামুয়েল ইতোও। তিনি ২০০৮ সালে আলমেরিয়ার হয়ে ২৮ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। হ্যাটট্রিকের পর লেভার প্রতিক্রিয়া, 'আমার কাছে অনেক পাস আসে, তাই স্কোর করা আমার জন্য অনেক সহজ।'