এক ম্যাচে একটি পেনাল্টি ঠেকানোই অনেক সময় নায়ক হওয়ার জন্য যথেষ্ট। পাউলো গাস্সানিগা সেখানে পেনাল্টিতে ঠেকিয়ে দিলেন তিনটি শট! অবিশ্বাস্য পারফরম্যান্সে জিরোনাকে জিইয়ে রাখলেন আর্জেন্টাইন গোলকিপার। এরপর ম্যাচের একদম শেষ সময়ে নিজেরা পেনাল্টি থেকে গোল করে স্মরণীয় এক জয় আদায় করে নিল তারা। লা লিগায় রোববার নাটকীয়তায় ঠাসা ম্যাচটিতে অ্যাথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারায় জিরোনা। শেষ সময়ে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ক্রিস্তিয়ান স্তুয়ানি। তবে জিরোনার জয়ের মূল নায়ক গাস্সানিগা।
ম্যাচের পর জিরোনার কোচ মিচেল বললেন, তিনটি পেনাল্টি ঠেকানো বিশ্বাস করতে পারছেন না তিনিও, 'ঈশ্বর কিংবা গাস্সানিগার প্রতি কৃতজ্ঞতা। তৃতীয় পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল, দুবার বাঁচিয়েছে, ঠিক আছে, আর হবে না। কিন্তু গাস্সানিগা অবিশ্বাস্যভাবে তিনবার রক্ষা করেছে আমাদের যা দলের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।
তা না হলে কী হতো, ভাবতে পারছি না।'
আর্জেন্টিনার হয়ে একটি ম্যাচ খেলা গাস্সানিগা অবশ্য নিজের পারফরম্যান্সে উচ্ছ্বাসের চেয়ে বেশি তুলে ধরলেন সতীর্থদের কৃতিত্ব, 'দল তিন পয়েন্ট পেয়েছে, এতেই আমি খুশি। এরকম ম্যাচ আর হয়েছে বলে মনে পড়ে না। গোলকিপিং কোচের সঙ্গে পেনাল্টি নিয়ে কাজ করছি এবং আজকে তা কাজে দিয়েছে। তবে দলের কথাই বলব আমি। সবাই ভালো খেলেছে, তাদের সহায়তা ছাড়া এটা সম্ভব ছিল না।' পেনাল্টিতে সুযোগ হাতছাড়া ফুটবলারদের একজন ইনাকি উইলিয়ামস ম্যাচ শেষে কাঠগড়ায় দাঁড় করালেন নিজেদেরই, 'কোনো অজুহাত থাকতে পারে না। আমরা তিনটি পেনাল্টিতে ব্যর্থ হয়েছি। নিজের দায় মেনে নিচ্ছি আমি। তিনটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা। এরকম আসরে এটা হতে পারে না।' গত মৌসুমে চমকপ্রদ পারফরম্যান্সে লা লিগায় তৃতীয় হওয়া জিরোনা এবার মৌসুমের শুরুটা ভালো করতে পারেননি। চার ম্যাচ পর তারা জয়ের দেখা পেল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন আছে পয়েন্ট তালিকার ১১তম স্থানে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে বিলবাও।