বাফুফের নির্বাচন মনোনয়নপত্র বিতরণ বুধবার শুরু

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নির্বাচনী তফসিল ঘোষণা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ২৬ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে বুধবার বাফুফে ভবনে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। এ সময় কমিটির অন্য দুই সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব  সুরাইয়া আখতার জাহান  ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান উপস্থিত ছিলেন। বুধবার মনোনয়ণপত্র বিতরণ শুরু হবে বুধবার। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।  বাফুফে ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। তবে ১১ অক্টোবর পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় ওই দিন নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য এক লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি পদে ৫০ হাজার ও সদস্য পদে  ২৫ হাজার। মনোনয়নপত্র সংগ্রহ করে ১৪ ও ১৫ অক্টোবর দাখিল করতে হবে। মনোনয়নপত্র যাচাইবাচাই হবে ১৬ অক্টোবর।  মনোনয়নপত্রের ওপর আপত্তি থাকলে ৫০ হাজার টাকা ফি দিয়ে ১৭ অক্টোবর আপিল করার সুযোগ রয়েছে। পরদিন হবে শুনানি। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন দেড় দিন সময় দিয়েছে। তা হলো ১৯ থেকে ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত। ২০ অক্টোবর বিকালে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নির্ধারণ করবে। ২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ওই দিনই দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। বাফুফেতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, চার সহ-সভাপতি ও ১৫ নির্বাহী সদস্যসহ ২১টি পদের জন্য  ভোটাধিকার প্রয়োগ করবেন  ১৩৩ জন কাউন্সিলর।