আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বসুন্ধরা কিংসের ফুটবল একাডেমি। যেখানে তিন ক্যাটাগরিতে ভর্তি হয়েছে প্রায় শতাধিক ফুটবলার। অনাবাসিকভাবে শুরু হলেও তা দ্রম্নতই আবাসিক একাডেমি করা হবে বলে জানান কিংস কর্তৃপক্ষ। এদিকে একাডেমির জন্য দেশজুড়ে ট্যালেন্ট হান্ট করবে বসুন্ধরা কিংস। ক্লাবটির এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। বড় স্বপ্ন নিয়েই বসুন্ধরা কিংসের একাডেমিতে এসেছেন খুদে ফুটবলাররা। বিরূপ আবহাওয়াও দমিয়ে রাখতে পারেনি তাদের। কেউ এসেছেন বাবার হাত ধরে কেউ বা মায়ের। সবারই একটা লক্ষ্য, বড় ফুটবলার হওয়া। বর্তমানে বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। অবকাঠামো ও নিজস্ব মাঠ থাকলেও ছিল না কোনো ক্লাব একাডেমি। এবার সেই অভাবও পূরণ করতে চায় দেশের অন্যতম সেরা এই ক্লাব।