হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মনন রেজা নীড়ের গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের সুযোগ ছিল। শনিবার দুজনই নিজ নিজ খেলায় ড্র করেছেন। ড্র করে জিএম নর্ম হাতছাড়া করলেও স্ব স্ব টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেছেন এই দুজন। শেষ রাউন্ডে বাংলাদেশের এই দুই দাবাড়ু জিতলে জিএম নর্ম পেতেন। সিক্স ডে'জ বুদাপেস্ট গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট 'এ'-তে মনন রেজা নীড় হাঙ্গেরির ফিদে মাস্টার পাস্তোর বালাজের সঙ্গে ড্র করেন। হাঙ্গেরিয়ান ফিদে মাস্টারের রেটিং ছিল ২৪০২। দেশটির ফিদে মাস্টারকে হারালে একটি জিএম নর্ম পেতেন মনন রেজা নীড়।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খেলছেন বুদাপেস্ট গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট 'সি'। তিনি চাইনিজ ফিদে মাস্টার চেন ইয়ংয়ের সঙ্গে ড্র করেন। চাইনিজ ফিদে মাস্টারের রেটিং ছিল ২২৫২। রেটিং ও টাইটেলে ফাহাদ চাইনিজ দাবাড়ুর ওপর থাকলেও কাঙ্ক্ষিত জয় পাননি। ফলে তার আরেকটি জিএম নর্ম পাওয়ার অপেক্ষা দীর্ঘায়িত হলো।
নীড় ও ফাহাদ দুজনই শেষ রাউন্ডে এসে জিএম নর্ম মিস করেছেন। জিএম নর্ম মিস করলেও সান্ত্বনাসূচক স্ব স্ব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন দুজনই। ৯ রাউন্ডে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে উভয়ই প্রথম স্থান অর্জন করেছেন। দুই টুর্নামেন্টেই গ্র্যান্ডমাস্টার খেলেছেন তিনজন করে। গ্র্যান্ডমাস্টার হতে হলে ২৫০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। ফাহাদ রহমানের একটি নর্ম রয়েছে। তিনি হাঙ্গেরিতে দ্বিতীয় নর্ম অর্জনের চেষ্টা করছেন। অন্যদিকে মনন রেজা নীড় শনিবার গ্র্যান্ডমাস্টার প্রথম নর্ম মিস করলেও শুক্রবার তিনি আন্তর্জাতিক মাস্টার হওয়ার সব শর্ত পূরণ করেছেন। এবারের দাবা অলিম্পিয়াড হয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে। অলিম্পিয়াড শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় এবং দুই নারী দাবাড়ু ওয়াদিফা এবং ওয়ালিজা বুদাপেস্টেই তিনটি টুর্নামেন্ট খেলছেন নিজ খরচে রেটিং বৃদ্ধি ও নর্মের লক্ষ্যে। প্রথম টুর্নামেন্টে ওয়াদিফা মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম ও রেটিং বৃদ্ধি করেছেন। দ্বিতীয় টুর্নামেন্টে নীড় আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। ফাহাদ, তাহসিন ও ওয়ালিজার দুই টুর্নামেন্টে তেমন প্রাপ্তি না থাকায় তৃতীয় টুর্নামেন্ট তাদের শেষ আশা-ভরসা।