প্রায় পাঁচ বছর পর ভারতের মাটিতে টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে ক্রিকেটারদের পাশাপাশি চোখ থাকবে আইপিএল-বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দল মালিকদের। সামনেই এই দুই টুর্নামেন্টের পেস্নয়ার্স ড্রাফট। এর আগে সেরাটা দিয়ে নজর কাড়তে মরিয়া ক্রিকেটাররাও।
বিশেষ করে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর এই সিরিজে চোখ থাকবে। কেননা বাংলাদেশ-ভারত দুই দলেই তরুণ খেলোয়াড়ের সংখ্যা বেশি। সেই বিবেচনায় বাংলাদেশ দলে আছে লেগ স্পিনার রিশাদ হোসেন ছাড়াও শরিফুল ইসলামের মতো তারকা পেসার। ব্যাটার তাওহিদ হৃদয়ের ওপরও নজর থাকছে। সবকিছু নির্ভর করছে এই ক্রিকেটাররা কেমন করেন সেটার ওপর।
তবে অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিলামে হতে পারে কাড়াকাড়ি। কারণ গত আসরে মাত্র ৯টি ম্যাচ খেললেও ১৪ উইকেট নিয়ে দিয়েছিলেন সামর্থ্যের প্রমাণ। সেই সঙ্গে টুর্নামেন্টেটির অভিজ্ঞ ক্রিকেটার। তাই স্বাভাবিকভাবেই চেন্নাই যদি তাকে দলে রিটেন না করে, সেক্ষেত্রে বাঁহাতি এই পেসারকে নিতে চাইবে অন্য দলগুলো।
ভারতীয় দলেও রয়েছে বেশকিছু উদীয়মান তারকা। যাদের ওপর বাড়তি নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিশেষ করে অভিষেক শর্মা, হারশিত রানা, মায়াঙ্ক যাদব, রিয়ান পরাগদের মতো ক্রিকেটাররা এর আগেও আইপিএলে দু্যতি ছড়িয়েছেন। তাই ভারতের বিপক্ষে এই সিরিজটি তাদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। দৃষ্টি তখনই কাড়া যাবে, যখন দেশের হয়ে ব্যাটে-বলে জ্বলে ওঠা যাবে। বিপিএলের নিলাম আগামী ১৪ অক্টোবর। আর আইপিএলে পেস্নয়ার রিটেনশনের শেষ সময় ৩১ অক্টোবর। তাই শেষ অঙ্কটা মিলিয়ে নিতে চাইবে দুই দেশের ফ্র্যাঞ্চাইজিগুলো।