দাদা-বাবার পথ ধরে ইতালি দলে দানিয়েল মালদিনি
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বাবা পাওলো মালদিনি ছিলেন ইতালিয়ান ফুটবলের আইকন। এবার তার পদাঙ্ক অনুসরণ করে জাতীয় দলে ডাক পড়লো ছেলে দানিয়েল মালদিনির। নেশন্স লিগে বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে খেলার জন্য প্রথমবার ডাক পড়েছে তার। ইতালিয়ান কোচ লুসিয়ানো স্পালেত্তি যদি দানিয়েলকে মাঠে নামান, তাহলে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে খেলতে নামবেন তিনি। তার আগে বাবা পাওলো মালদিনি ও দাদা সেজার মালদিনি জাতীয় দলে খেলেছেন।
এসি মিলানের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরুর পর এখন ইতালির আরেক দল মোনঞ্জার হয়ে খেলছেন দানিয়েল। ২২ বছর বয়সি দানিয়েল মূলত মোনঞ্জার হয়ে আলো ছড়ানোর স্বীকৃতি হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন। তার আগে বাবা, দাদার মতো এসি মিলানে খেলেছেন। সেখান থেকে জানুয়ারিতে মোনঞ্জায় যোগ দেন ধারে। তার পর গত গ্রীষ্মে স্থায়ীভাবে তাকে কেনার সুযোগ পায় মোনঞ্জা। সেজার ও পাওলো, দুজন নেতৃত্বও দেন ইতালিকে। দাদা ও বাবার মতো দানিয়েল যদিও ডিফেন্ডার নন, তিনি খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে।
ইতালির অন্যতম কিংবদন্তির একজন পাওলো মালদিনি দেশের হয়ে ১৯৮৪ থেকে ২০০৯ পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলেছেন। যা একটা সময় ছিল সর্বোচ্চ রেকর্ড। পরে অবশ্য সেই রেকর্ড নিজেদের করে নিয়েছেন ফাবিও কানাভারো ও পরে জিয়ানলুইজি বুফন।