বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

শাস্তি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পগবা

ক্রীড়া ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
শাস্তি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পগবা

বড় সুখবরই পেলেন ফরাসি তারকা পল পগবা। ডোপ পাপের কারণে চার বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। আপিলের পর সেই শাস্তি কমে গেছে ১৮ মাস। যার ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে আগামী মার্চের ১১ তারিখ থেকেই ফিরতে পারবেন তিনি। জুভেন্টাসের হয়ে তার চুক্তির মেয়াদও আছে ২০২৬ সাল পর্যন্ত।

২০২৩ সালের আগস্টে পগবা টেস্টোস্টেরন পরীক্ষায় পজিটিভ হন। সেদিন ছিল জুভেন্টাস-উদিনিসে ম্যাচ। এই ডোপবিরোধী আইন ভাঙায় প্রাথমিকভাবে সেপ্টেম্বরে নিষিদ্ধ হয়েছিলেন। তার পর একই বছর ইতালির অ্যান্টি ডোপিং ট্রাইবু্যনাল কর্তৃক পরের ফেব্রম্নয়ারিতে চার বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। পরে পগবার আইনজীবীরা জানান, ওই উপাদান আসলে ফুড সাপিস্নমেন্টের মাধ্যমে পগবার রক্তে এসেছে।

শেষ পর্যন্ত শাস্তির মেয়াদ কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফরাসি ফুটবলার। বিবৃতিতে বলেছেন 'দুঃস্বপ্নের ইতি ঘটেছে। এখন আমি পুনরায় নিজের স্বপ্ন অনুসরণ করে এগিয়ে যেতে পারব। আমি সব সময়ই বলেছি, ওই ঘটনাটা ইচ্ছেকৃত বা জেনে করিনি। বিশেষ করে যখন আমার চিকিৎসক পুষ্টি উপাদানের সেই সাপিস্নমেন্ট নিতে বলে, তাতে কিন্তু আমার পারফরম্যান্স বাড়াতে কোনো প্রভাব রাখেনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে