বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ভারতের হার ছাপিয়ে আলোচনায় রান আউট বিতর্ক

ক্রীড়া ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত -ওয়েবসাইট

নারী বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে হারমানপ্রীতরা। এই ম্যাচে একটি রান আউটকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামিলিয়া করকে নিয়মানুযায়ী রান আউট করা হলেও সেটি বাতিল ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়ার। যা নিয়ে হচ্ছে বেশ আলোচনা। ঘটনাটা ছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৪তম ওভারে। দীপ্তি শর্মার বল লং অফে খেলে এক রান নেন অ্যামিলিয়া কর। তখন বল থ্রো না কওে উইকেটের কাছে আসতে থাকেন হারমানপ্রীত। একই সময় ওভার ডেকে দীপ্তিকে ক্যাপ ফেরত দেন আম্পায়ার। কিন্তু রানের সুযোগ আছে দেখে তখন দ্বিতীয় রানের জন্য দৌড় লাগান অ্যামিলিয়া ও সোফি ডিভাইন। অ্যামিলিয়া পৌঁছানোর আগেই ডিপ থেকে উইকেটকিপারকে থ্রো করে তাকে রান আউট করে দেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত। সেটি পরিষ্কার রানআউট মনে হলে তখন সাজঘরের দিকেও চলে যেতে থাকেন ১৩ রান করা অ্যামিলিয়া। ঠিক তখনই আলোচনার জন্ম দেন চতুর্থ আম্পায়ার। কিউই ব্যাটারকে সীমানার কাছে থামান চতুর্থ আম্পায়ার। কারণ আউট হননি তিনি। ঠিক দ্বিতীয় রান নেওয়ার আগেই ওভার ডেকে ফেলায় বল সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে। যদিও আম্পায়ারদের এই যুক্তি মানতে পারছিলেন না হারমানপ্রীত। মাঠের দুই আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের সঙ্গে এ বিষয়ে তর্কে জড়িয়ে পড়েন তিনি। খেলাও বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। পরে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েই খেলা শুরু করে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে