চার মাস ধরে বেতন বন্ধ বাবরদের

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটে। বৈশ্বিক আসরে পুরুষদের পাশাপাশি দেশটির নারী ক্রিকেটাররাও নিজেদের মেলে ধরতে পারছেন না। এর ওপর চার মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর-রিজওয়ানরা। অনেকের ধারণা আর্থিক সংকটে ভুগছে পিসিবি। এবার জানা গেল আসল কারণ। গত শুক্রবার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, চার মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরাও। মেয়েদের দলের বেতন না পাওয়ার কারণটা জানা গেলেও পুরুষ দলের বেতন না পাওয়ার কারণ স্পষ্ট করে জানা যায়নি। পিসিবির সঙ্গে নারী ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ ২৩ মাসের। কেন্দ্রীয় চুক্তি শুরু হয়েছে ২০২৩ সালের ১ আগস্ট থেকে। এটা শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। তবে কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শুরুর ১২ মাস পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা। সেই পর্যালোচনা হয়নি বলেই বেতন দেওয়া হচ্ছে না নারী ক্রিকেটারদের। এ বিষয়ে পিসিবির এক কর্মককর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, 'কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ২০২৪ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে খেলোয়াড়দের। অনেক কিছু হচ্ছে এবং সবকিছু সামলানোর জন্য সময়ের খুব অভাব।' আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে পাকিস্তানের নারী ক্রিকেটারদের বেতনই সবচেয়ে কম। যদিও পিসিবি বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড। এদিকে পাকিস্তানের গণমাধ্যমের ধারণা, অন্যান্য ক্রিকেটীয় বিষয়গুলোয় বোর্ড কর্তারা বেশি ব্যস্ত থাকায় বেতনের বিষয়টি নিয়ে ভাবার সময় পায়নি তারা।