ভারতের বিপক্ষে সিরিজেই মাহমুদউলস্নাহর অবসর দেখছেন আশরাফুল

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাহমুদউলস্নাহ রিয়াদ
অভিজ্ঞতার বিবেচনায় ভারতের মাটিতে বাংলাদেশের টি২০ সিরিজের দলে সুযোগ পেয়েছেন মাহমুদউলস্নাহ রিয়াদ। সবশেষ বিশ্বকাপে ভীষণ হতাশ করা এই ব্যাটারের এই সংস্করণ থেকে অবসরে যাওয়া নিয়ে এবার উঠেছে গুঞ্জন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বিসিবি ও নির্বাচকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন মাহমুদউলস্নাহ। টি২০ বিশ্বকাপ পরিকল্পনায় মাহমুদউলস্নাহ রিয়াদ না থাকলে, অবসরের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের উচিত তার সঙ্গে কথা বলা। এমনটা মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এই সিরিজ শেষে রিয়াদ টি২০ থেকে অবসর ঘোষণা করলে অবাক হবেন না অ্যাশ। ঘরের মাঠে সাকিবকে শেষ টেস্ট খেলতে দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক। অতীতে ভারতের মাটিতে জয়ের অভিজ্ঞতা থেকে টি২০ সিরিজে জয়ের প্রত্যাশা আশরাফুলের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে দেড়শ' রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছিলেন মাহমুদউলস্নাহ রিয়াদ। এরপর নিয়মিত খেলে আসছেন ওয়ানডে ও টি২০-তে। সংক্ষিপ্ত সংস্করণের গেল বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচ সমালোচনার জন্ম দিয়েছে। ২০২৫ সালে ৩৯ বছরে পা দেবেন রিয়াদ। পরবর্তী টি২০ বিশ্বকাপ ২০২৬ সালে। বিশ্বকাপ পরিকল্পনায় তিনি না থাকলে, তাকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক। গণমাধ্যমকে মোহাম্মদ আশরাফুল বলেন, 'আফগানিস্তানের বিপক্ষে যে ইনিংস খেলেছেন, ওই ইনিংসের পর নির্বাচকরা যদি বসে তার সঙ্গে কথা বলত, আমি নিশ্চিত সে নিজে থেকে সরে যেত। আমাদের বাকি ক্রিকেটাররা পারফর্ম না করায় ওভাবে কেউ আলোচনাও করতে পারছে না। আমি অবাক হবো না, মাহমুদউলস্নাহ যদি এ সিরিজে ভালো একটা ইনিংস উপহার দিয়ে টি২০ থেকে বিদায় নেন।' সাকিব আল হাসানের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার সুযোগ দেওয়া নিয়ে সরকার ও বোর্ডের অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ক্রীড়া উপদেষ্টার নতুন বক্তব্যে ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফুলের মতে এমন কিংবদন্তি ক্রিকেটারকে শেষ সুযোগটা দেওয়া উচিত। যদিও তার সাম্প্র্রতিক পারফরম্যান্সে আশাহত অ্যাশ। তিনি বলেন, 'তার মতো একজন কিংবদন্তি ক্রিকেটার দেশের মাঠে এসে সবার সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি।' টি২০ থেকে সাকিবের অবসরের পর শূন্যতা পূরণের খোঁজে চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবের বিদায়ে নতুনদের জন্য সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক। বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও বলেন, 'সাকিব না থাকায় সবার কাছেই একটা খালি খালি লাগবে। তারপরও আমি মনে করি তার জায়গায় যে সুযোগ পাবে তাদের জন্য একটা পজিটিভ দিক যে, তারা সুযোগ পাচ্ছে এখানে তাদের শো করার।' ভারতের মাটিতে দীর্ঘদিন পর টি২০ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এর আগে একটি ম্যাচ জয়ের সুখস্মৃতি রয়েছে টাইগারদের। অতীত অভিজ্ঞতা থেকে আসছে সিরিজে ভালো কিছুর প্রত্যাশা সাবেক অধিনায়কের। তিনি বলেন, 'আমরা ভারতের বিপক্ষে একটা টি২০ জিতেছি, সেটা তাদেরই মাটিতে। বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স যাই থাকুক, আমরা (এ সিরিজে) আশা করতেই পারি। আমাদের বোলিং ইউনিটটা খুব চমৎকার, শুধু আমাদের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। যারা সেট হবেন তারা যেন বড় ইনিংস খেলেন।' আজ রোববার অক্টোবর ভারতের গোয়ালিয়রে প্রথম টি২০-তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।