বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের আপিলের তদন্ত করবে ফিফা

ক্রীড়া ডেস্ক
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের আপিলের তদন্ত করবে ফিফা

গাজার চলমান যুদ্ধের দায়ে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার জন্য ফিলিস্তিনের আপিলের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করেছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা বৃহস্পতিবার জুরিখে বৈঠকের পর জানায়, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) উত্থাপিত বৈষম্যের অভিযোগের তদন্ত হবে।

বিবৃতিতে ফিফা বলেছে, 'ফিফা ডিসিপিস্ননারি কমিটিকে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের উত্থাপিত বৈষম্যের অভিযোগের তদন্ত শুরু করার দায়িত্ব দেওয়া হবে। ফিফার গভর্ন্যান্স, অডিট ও কমপস্নায়েন্স কমিটি 'ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েলি প্রতিযোগিতায় ইসরায়েলি ফুটবল দলগুলো অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে তদন্ত করবে।' ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, 'ফিফা কাউন্সিল এই স্পর্শকাতর ব্যাপারটি নিয়ে স্বাধীন বিশেষজ্ঞদের সুপারিশ মেনে কাজ করছে। সেখানে চলমান সহিংসতা দাবি করে, সবকিছুর ওপরে আমাদের শান্তি প্রয়োজন। যা যা ঘটছে, সেসব নিয়ে আমরা খুব মর্মাহত। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই। তাৎক্ষণিকভাবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাই।'

গত মে মাসে, পিএফএ ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে গাজার যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখন্ডে অবৈধ বসতিতে অবস্থিত দলগুলোকে তাদের ঘরোয়া লিগে অন্তর্ভুক্তের বিষয়ে ফিফার আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তি উপস্থাপন করে। পিএফএ চেয়েছিল ফিফা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ ইসরায়েলের জাতীয় দল এবং ক্লাব দলগুলোর বিরুদ্ধে যথাযথ নিষেধাজ্ঞা গ্রহণ করুক। ফিফা এই আপিলটি স্বাধীন আইনি উপদেষ্টাদের কাছে পাঠিয়েছিল। সংগঠনটি জুলাই মাস পর্যন্ত নির্ধারিত আইনি পর্যালোচনা না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব করেছিল। তারপর গত বৃহস্পতিবার ৩৭ সদস্যের কাউন্সিলের বৈঠক আবারও সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি পিছিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে