বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ভারত-বাংলাদেশ ম্যাচের দিন একাধিক নিষেধাজ্ঞা জারি

ক্রীড়া ডেস্ক
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ভারত-বাংলাদেশ ম্যাচের দিন একাধিক নিষেধাজ্ঞা জারি

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহসভার হুমকিতে নানা শঙ্কার দোলাচলে থেকেও কানপুরে সুষ্ঠুভাবে ভারত-বাংলাদেশের টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি। এই ম্যাচ আয়োজনের প্রতিবাদে শুরু থেকে সরব ছিল হিন্দু মহাসভা। ম্যাচ ঘিরে হুমকির কারণে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা আছে গোয়ালিয়র। ভেনু্যতে বাংলাদেশ ও ভারতীয় দলের খেলোয়াড়রা আসার পথে রাস্তায় ছিল কারফিউ। এবার ম্যাচের দিন সংগঠনটির বিক্ষোভ কর্মসূচি মাথায় রেখে সুষ্ঠুভাবে খেলা আয়োজনের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে জেলা কর্তৃপক্ষ।

ম্যাচের দিন ভারতীয় আইনের ধারা সেকশনের ১৬৩ জারি করা হয়েছে। বিক্ষোভ প্রদর্শন বন্ধ রাখার জন্য পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাঠে ব্যানার, টিফো নিয়ে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। শান্তি বজায় রাখার আহ্বান করা হয়েছে। এই নির্দেশিকা জারি থাকবে ৭ অক্টোবর পর্যন্ত। গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে