হামজা চৌধুরীকে নিয়ে দুঃসংবাদ

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
হামজা চৌধুরী
বাংলাদেশের ফুটবল সমর্থকরা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে দেখার অপেক্ষায় আছেন। লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় নিজেও রয়েছেন লেস্টার সিটি এই ফুটবলার। এবার তাকে নিয়ে চরম দুঃসংবাদ পাওয়া গেল। অনুশীলনের সময় গুরুতর আঘাত পেয়েছেন হামজা। ২৭ বর্ষী মিডফিল্ডারের কাঁধের হাড় স্থানচু্যত হয়েছে। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে- এ ব্যাপারে নিশ্চিত নন লেস্টার সিটির কোচ স্টিভ কুপার। আগামী বছর এএফসি এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে নভেম্বরে ফিফা উইন্ডোতে রয়েছে ম্যাচ। হামজার অন্তর্ভুক্তিটা তার আগে হবে বড় পাওয়া। এর মধ্যেই এলো তার চোটের খবর। লেস্টার সিটির কোচ স্টিভ কুপার বলেছেন, 'কাঁধের হাড় স্থানচু্যত হওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যতটা ভাবছি, অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনো এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, এখনো বলতে পারছি না।' হামজার চোট পাওয়ার ঘটনার বিবরণে ইপিএলের ক্লাবটির কোচের ভাষ্য, 'এটা খুব স্বাভাবিক বল কাড়াকাড়ি ছিল। ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটা খারাপ অবস্থানে পড়ে যায়।' ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে কুপার আরও বলেন, 'আমি তার যাত্রাকে সম্মান করি। সে যে মানের একজন খেলোয়াড় এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠছে, এটাকেও সম্মান করি। সে খুবই জনপ্রিয়। যে কোনো ক্লাবে এমন খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ।' ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে সম্প্রতি অনাপত্তিপত্র পেয়েছেন। এতে হামজার লাল-সবুজের জার্সিতে খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে। গত ১ অক্টোবর হামজার জন্মদিনে ফিফা ফুটবল ওয়ার্ল্ডকাপ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে তার ছবি পোস্ট করে। ক্যাপশনে লেখা হয়েছিল, ?'নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।' হামজাকে বাংলাদেশ দলে খেলানোর জন্য আরেকটি প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। ফিফার পেস্নয়ার স্ট্যাটাস কমিটির কাছে তার পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্রসহ আরও কিছু কাগজপত্র নিয়ে তাকে খেলানোর জন্য আবেদন করবে বাফুফে। ফিফা পেস্নয়ার স্ট্যাটাস কমিটি আবেদনে সাড়া দিলেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ফুটবলার হয়ে যাবেন।