বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

অবসরের ২ বছর পর বিশ্বকাপ মঞ্চে ডটিন

ক্রীড়া ডেস্ক
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
অবসরের ২ বছর পর বিশ্বকাপ মঞ্চে ডটিন

দলের ভেতর উপযুক্ত পরিবেশ না থাকার কথা উলেস্নখ করে দুই বছর আগে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ডিয়েন্দ্রা ডটিন। তবে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার পর ৩৩ বর্ষী ক্রিকেটার এবারের নারী টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে ডাক পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশেও তিনি রয়েছেন।

শুক্রবার দুবাইতে ক্যারিবীয়দের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। যার ফলে ব্যাট হাতে বাইশ গজে নেমে ডটিন অবসর থেকে মাঠে ফিরেছেন। নারীদের আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দ্রম্নততম শতরানের মালিক এই ক্রিকেটার। তিনি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন।

ক্যারিবীয়দের ১৪৩ ওয়ানডেতে ৩০.৫৪ গড়ে করেছেন ৩,৭২৭ রান। ১২৪ টি-২০তে ২৫.৯৩ গড়ে করেছেন ২,৫৯৭ রান। বল হাতে ডটিন ওয়ানডেতে ৭২টি এবং টি-২০তে ৬২ উইকেট নিয়েছেন। ২০১০ সালে টি২০ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন ডটিন। অবসরের আগে ইনজুরি তার বোলিংয়ের ধার কমিয়ে দিয়েছিল। বলের পেস কমিয়ে পার্ট টাইম বোলার হিসেবে ভূমিকা রেখেছিলেন।

২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী খেলায় নিউজিল্যান্ডের শেষ ওভারে বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে রোমাঞ্চকর জয় পাইয়ে দিয়েছিলেন ডটিন। নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ রান, হাতে ছিল ৩ উইকেট। মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে উইন্ডিজকে দারুণ জয়ের আনন্দে ভাসিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে