গোয়ালিয়রে টি২০র প্রস্তুতি শুরু মাহমুদউলস্নাহ-মিরাজদের
প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের হতাশা ভুলে টি২০ সিরিজে চোখ বাংলাদেশ ক্রিকেট দলের। যদিও গোয়ালিয়রে অতিরিক্ত গরমের কারণে নির্ধারিত সময়ে অনুশীলনে সমস্যা হচ্ছে বাংলাদেশ দলের। অনুশীলনে রয়েছেন টি২০ দলের প্রায় সব সদস্য। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গত বুধবার টি২০ ভেনু্য গোয়ালিয়রে পৌঁছায় বাংলাদেশ দল।
নতুন শহরে নতুন বাংলাদেশ। বিশ্বকাপের পর প্রথম টি২০ ম্যাচ খেলতে নামবে শান্ত-মিরাজরা। কিংসটাউনে সাকিব আল হাসান যুগের শেষ হয়েছে টি২০তে। সাকিব বিহীন বাংলাদেশ এখন চাইবে নতুন শুরুই করতে। ভারত-আফগানিস্তান ম্যাচ দিয়ে এই মাঠের অভিষেক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাইতো বাংলাদেশ সাক্ষী হচ্ছে এ মাঠের অভিষেকের।
ভারত সিরিজের দলে নেই সৌম্য সরকার ও তানভীর ইসলাম। সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। তানভীর হাতের চোটে ভুগছেন। বাঁহাতি স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন রাকিবুল হাসান। সৌম্য সরকারের জায়গায় নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। টেস্ট সিরিজের হতাশা ভুলে বাংলাদেশ এবার কেমন করে সেটাই দেখার।
এই সিরিজের আগে পরিসংখ্যানও বেশ ভাবাচ্ছে দলকে। ১৪ টি২০তে ভারতের সঙ্গে যে মোটে একবারই জিতেছে বাংলাদেশ। সেটাও এই ভারতেই, অরুন জেটলি স্টেডিয়ামে। দিলিস্নর স্মৃতি গোয়ালিয়রে ফেরানোর কঠিন এক চ্যালেঞ্জই তাই বাংলাদেশের সামনে। তবে টেস্ট সিরিজে ভরাডুবি পেছনে ফেলে টি২০তে ভারতের সঙ্গে পেরে ওঠাটা বেশ কঠিন কাজ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের জন্য।