'জন্মদিনে নিষিদ্ধ' জায়াবিক্রমা
প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার একাধিক ধারা ভেঙে শাস্তি পেয়েছেন প্রাভিন জায়াবিক্রমা। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলংকার বাঁহাতি স্পিনার। গত সোমবার ছিল জায়াবিক্রমার ২৬তম জন্মদিন। সেদিনই তাকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তবে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই খবর জানায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
মোট শাস্তি এক বছরের হলেও এর শেষ ৬ মাস থাকছে স্থগিত। প্রথম ৬ মাসে নতুন করে আইসিসির নীতিমালা বিরোধী কিছু না করলে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। গত আগস্টে জায়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি। এর জবাবে নিজের অবস্থান জানানোর জন্য ১৪ দিন সময় পান তিনি। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে দায় স্বীকার করে নেন বাঁহাতি স্পিনার।
জায়াবিক্রমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো- ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে কালক্ষেপণ না করে সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া; ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ে রাজি করানোর প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া এবং প্রস্তাব আসার খুদে বার্তাগুলো মুছে ফেলে তদন্তে বাধা দেওয়া।
২০২১ সালের এলপিএলের আগে জায়াবিক্রমার পুরনো এক স্কুল বন্ধু তাকে অন্য আরেক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিতে বলেন। ওই ক্রিকেটার যদি ফিক্সিংয়ের প্রস্তাবে রাজি হন, তাহলে ওই ক্রিকেটার পাবেন ৬০ লাখ শ্রীলংকান রুপি আর মাধ্যম হিসেবে কাজ করায় জায়াবিক্রমা পাবেন ৫০ লাখ রুপি।
এই প্রস্তাবে রাজি হননি জায়াবিক্রমা।