বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

নারী টি২০ বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু জুলাই-আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে বদলে যায় বিশ্বকাপের ভেনু্য। বাংলাদেশের বদলে নারীদের এই মেগা ইভেন্ট বসেছে সংযুক্ত আরব আমিরাতে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামে বাংলাদেশ ও স্কটল্যান্ড। তবে ব্যাটে-বলের লড়াই শুরুর আগে বিশ্বকাপের ভেনু্য ও আইসিসি অ্যাকাডেমির কার্যক্রম পরিদর্শন করতে আরব আমিরাত সফরে গেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। সেই সঙ্গে এই সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও। এ সময় এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমিরেটস ক্রিকেট বোর্ডের অধীনে থাকা অ্যাকাডেমির ও সুযোগ-সুবিধা প্রত্যক্ষ করেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টেও তার দুবাই সফরের খবর জানানো হয়। সেখানে লেখা হয়েছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিস এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে