বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পান লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক। অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তাকে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। আগামী ১০ অক্টোবর ষষ্ঠ স্থানে থাকা ভেনেজুয়েলার মাঠে খেলবে তারা। পাঁচ দিন পর তারা স্বাগত জানাবে আট নম্বর দল বলিভিয়াকে। গত জুলাইয়ে ফাইনালে পুরো ম্যাচে খেলতে পারেননি মেসি। দ্বিতীয়ার্ধে ডান পায়ের গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। দুই মাস মাঠের বাইরে ছিলেন, খেলা হয়নি সেপ্টেম্বরের আন্তর্জাতিক সূচিতে। তাকে ছাড়া দল কলম্বিয়ার কাছে হারলেও জেতে চিলির বিপক্ষে। সম্প্রতি মেজর লিগ সকার ক্লাব মায়ামির হয়ে মাঠে নামবেন ৩৭ বছর বয়সি ফরোয়ার্ড। ফিটনেসের প্রমাণ দিয়ে জাতীয় দলেও ফিরলেন মেসি। এই দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি এমিলিয়ানো মার্তিনেজের। অশোভন আচরণ ও ফেয়ার পেস্নর নীতি লংঘন করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বিশ্বকাপ জয়ী গোলকিপার। গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে জয়ের পর কোপা আমেরিকার ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্তিনেজ। তারপর কলম্বিয়ার কাছে হারের পর ক্যামেরায় আঘাত করায় তাকে শাস্তি দিয়েছে ফিফা। আর্জেন্টিনার স্কোয়াড : গোলরক্ষক- জেরোনিমো রুলি, জুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ; ডিফেন্ডার- গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, জার্মান পাজেয়া, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ; মিডফিল্ডার- মার্কাস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজাকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লু সেলসো, থিয়াগো আলমাদা; ফরোয়ার্ড- আলেজান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জলিয়ান আলভারেজ ও ভ্যালেন্তিন কার্বোনি।