বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মেসির ঝুলিতে ৪৬ নম্বর শিরোপা

ক্রীড়া ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
মেসির ঝুলিতে ৪৬ নম্বর শিরোপা

ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেয়ার বছর খানেকের কিছু বেশি সময় পার হয়েছে। কখনোই শিরোপা না জেতা ক্লাবটিকে এরই মধ্যে দুটি শিরোপা উপহার দিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। গত বছর লিগস কাপের শিরোপা জেতা ইন্টার মায়ামি এবার আছে এমএলএসের শিরোপা জেতার লড়াইয়ে। তবে আপাতত মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে হেরনরা।

গতকাল বৃহস্পতিবার সাপোর্টার্স শিল্ডে কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে হেরনদের জয়ে বড় অবদান অধিনায়ক মেসির। বাকি গোলটি করেন লুইস সুয়ারেজ।

এটি ইন্টার মায়ামির ইতিহাসের দ্বিতীয় শিরোপা। একই সঙ্গে এটি লিওনেল মেসির দীর্ঘ ক্যারিয়ারের ৪৬ নম্বর শিরোপা। এই শিরোপা জিতে নিজের গড়া রেকর্ডই ভাঙলেন আর্জেন্টাইন মহাতারকা। স্বীকৃত ফুটবলে মেসির চেয়ে বেশি শিরোপা জিততে পারেননি আর কেউই।

২০০৫ সালে ক্যারিয়ার শুরু করা মেসি সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন বার্সেলোনার জার্সিতে। ক্লাবটির জার্সিতে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ, ৮টি সুপার কোপা দে এসপানা'র শিরোপা জিতেছেন। কাতালান ক্লাবটির জার্সিতে মোট ৩৫টি শিরোপা জিতেছেন তিনি।

বার্সেলোনার হয়ে জেতা শিরোপা :

শিরোপার নাম সংখ্যা

লা লিগা ১০

চ্যাম্পিয়ন্স লিগ ৪

কোপা দেল রে ৭

স্প্যানিশ সুপার কাপ ৮

ক্লাব বিশ্বকাপ ৩

উয়েফা সুপার কাপ ৩

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিয়ে ২টি শিরোপা জিতেছেন মেসি। লিগ ওয়ানের ক্লাবটির হয়ে দুবার লিগ ওয়ান এবং একবার ট্রফি দেস চ্যাম্পিয়ন্স-এর শিরোপা জেতেন তিনি।

পিএসজির হয়ে জেতা শিরোপা :

শিরোপার নাম সংখ্যা

লিগ ওয়ান ২

ট্রফি দেস চ্যাম্পিয়ন্স ১

গত বছর ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর জিতেছেন লিগস কাপ এবং সাপোর্টার্স শিল্ডের শিরোপা। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত মেসির শিরোপার সংখ্যা ৩৯টি।

ইন্টার মায়ামির হয়ে জেতা শিরোপা :

শিরোপার নাম সংখ্যা

লিগস কাপ ১

সাপোর্টার্স শিল্ড ১

আর্জেন্টিনার জার্সিতে মোট ৭টি শিরোপা জিতেছেন মেসি। ২০০৫ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের শিরোপা দিয়ে আলবিসেলেস্তেদের জার্সিতে শিরোপা জেতা শুরু মেসির। এরপর ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও আর্জেন্টিনাকে স্বর্ণ এনে দেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে জেতা শিরোপা :

শিরোপার নাম সংখ্যা

অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ১

অলিম্পিক স্বর্ণ ১

কোপা আমেরিকা ২

লা ফিনালিসিমা ১

ফিফা বিশ্বকাপ ১

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ২০২১ সালের আগে কোনো শিরোপা জিততে পারেননি মেসি। একের পর এক ফাইনাল হেরেছেন। অবশেষে সে বছর কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা খরা দূর করেন তিনি। এরপর ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জেতেন লা ফিনালিসিমা।

একই বছর ডিসেম্বরে সবচেয়ে আরাধ্য শিরোপাটা ধরা দেয় মেসির হাতে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন তিনি। জাতীয় দলের হয়ে মেসি শেষ শিরোপাটা জিতেছেন এ বছরই। জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে তোলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে